হোম > বিনোদন

নৃত্যময়ের বর্ষপূর্তিতে জাতীয় নৃত্য প্রতিযোগিতা ও সম্মাননা প্রদান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

নৃত্য প্রতিযোগিতার তিন বিচারক (বাঁ থেকে) রুহী, শখ ও লাবণ্য। ছবি: সংগৃহীত

১৫ সেপ্টেম্বর আট বছর পূর্তি অনুষ্ঠান করবে নৃত্য শিক্ষাপ্রতিষ্ঠান নৃত্যময়। এ উপলক্ষে বিশিষ্টজনদের সম্মাননা দেওয়ার পাশাপাশি আয়োজন করা হয়েছে জাতীয় নৃত্য প্রতিযোগিতার।

১৫ সেপ্টেম্বর বিকেল ৪টায় রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত নৃত্যময়ের বর্ষপূর্তির অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সভাপতিত্ব করবেন মো. আব্দুল আউয়াল বাবু, স্বাগত বক্তব্য দেবেন আতিকুর রহমান উজ্জ্বল। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নৃত্যশিল্পী, অভিনেত্রী ও উপস্থাপিকা নুসরাত জান্নাত রুহী।

বর্ষপূর্তি উপলক্ষে সংগঠনটি সম্মাননা প্রদান করবে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের প্রভাষক আরিফ হোসেন শামীম, বরিশালের বাশাইল শহীদ সুকান্ত বাবু কলেজের প্রভাষক ললিতা সরকার, ঢাকার নৃত্যশিল্পী ও প্রশিক্ষক দীপ্ত পাল, রংপুরের কোরিওগ্রাফার জাকির হোসেন বাবু, নওগাঁর নৃত্য প্রশিক্ষক মো. সুলতান মাহমুদ, ঝালকাঠির দেবাশীষ সেনগুপ্ত, লক্ষ্মীপুরের শুভ দাস, কিশোরগঞ্জের সুব্রত দে টুনটুন, নৃত্যশিল্পী ও মেকআপ আর্টিস্ট মো. শাহীন খান, লাইট ডিজাইনার মো. বজলুর রহমানকে।

এ ছাড়া নৃত্যময়ের আট বছর পূর্তি উপলক্ষে ১ ও ২ সেপ্টেম্বর রাজধানীর শিশু একাডেমিতে সারা দেশের নৃত্যশিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় জাতীয় নৃত্য প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিভিন্ন শাখায় অংশ নিয়েছেন ৪ থেকে ২৫ বছর বয়সের নৃত্যশিল্পীরা। ১৫ সেপ্টেম্বর আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতার বিভিন্ন শাখায় চ্যাম্পিয়ন হওয়া নৃত্যশিল্পী ও দলকে স্বর্ণ পদক প্রদান করা হবে। লোকনৃত্য (একক) প্রতিযোগিতার বিচারক ছিলেন অভিনেত্রী, মডেল ও নৃত্যশিল্পী আনিকা কবির শখ এবং বাফার নৃত্য শিক্ষক, নৃত্যশিল্পী, অভিনেত্রী, উপস্থাপিকা নুসরাত জান্নাত রুহী। তিনটি বিভাগেরই দলীয় লোকনৃত্যের বিচারক হিসেবে ছিলেন সংগীতশিল্পী, নৃত্যশিল্পী, উপস্থাপিকা ইয়াসমিন লাবণ্য।

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

রাক্ষস সিনেমায় অভিনয়ের গুঞ্জন নাকচ করলেন ইধিকা

প্রকাশিত হলো শিরোনামহীনের ‘এই অবেলায় ২’

হারমোনি অব ফ্রেন্ডশিপে সোনার বাংলা সার্কাস

‘মিশন: ইম্পসিবল’সহ এসেছে যেসব সিনেমা-সিরিজ

বিয়ে নিয়ে গুঞ্জন ছড়ালেন কনা

বছর শেষে তানজিকার দুই ওয়েব ফিল্ম

আতিফের সঙ্গে একই মঞ্চে গাইবে ব্যান্ড নেমেসিস ও ফুয়াদ

অ্যাভাটারে এআই ব্যবহার করেননি ক্যামেরন