হোম > বিনোদন

না ফেরার দেশে অভিনেত্রী দেবশ্রী রায়ের মা আরতি রায় 

ভারতীয় বাঙালি অভিনেত্রী দেবশ্রী রায়ের মা আরতি রায় মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে পশ্চিমবঙ্গের গণমাধ্যমের খবরে বলা হয়।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন ৯২ বছর বয়সী আরতি রায়। বিগত কয়েক মাস তিনি আরেক মেয়ের বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। তবে মৃত্যুর সময় পাশে ছিলেন তিন মেয়েই। 

মায়ের মৃত্যুতে শোকাহত দেবশ্রী বলেন, ‘মা যে কখন চলে গেল, বুঝতেই পারিনি। বার্ধক্যজনিত সমস্যা ছাড়া অন্য কোনো রোগ ছিল না।’

আরতি রায়ের ইচ্ছা পূরণ করতেই দেবশ্রীর অভিনয়জগতে আসা। মেয়েকে নাচ শেখানো থেকে শুরু করে তাঁকে অভিনয়ে অনুপ্রেরণা জোগানোর পেছনে তাঁর ছিল বড় অবদান। ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে আরতি দেবীর হাত ধরেই স্টুডিও পাড়ায় যেতেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী দেবশ্রী। 

গত অগস্ট মাসে আরতি দেবী গুরুতর চোট পান। তখন দেবশ্রী জানিয়েছিলেন, ‘মা বড়দির কাছে থাকেন। বাড়িতে পড়ে গিয়ে কপাল ফেটে গেছে মায়ের। অনেক রক্তপাত হয়েছে। মায়ের বয়স ৯২ ছুঁইছুঁই। দুর্ঘটনায় বেশ দুর্বল হয়ে পড়েছেন।’

মাসখানেক আগেই দেবশ্রী নিজের জন্মদিনের কথা বলতে গিয়ে মাকে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। অভিনেত্রী জানিয়েছিলেন, ছোটবেলায় মা আরতি দেবী তাঁদের তিন বোনকে যেমন আগলে রাখতেন পরম যত্নে, স্নেহে, এখন তার ঠিক উল্টোটাই হয়। এখন তাঁরাই মায়ের দেখভাল করেন। 

মায়ের কথা বলতে গিয়ে দেবশ্রী বলেন, ‘মা এখন শিশুর মতো হয়ে গেছেন আমাদের কাছে।’

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার

ফেব্রুয়ারিতে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’, দেখা যাবে ৩ ভাষায়

বান্দরবানের ম্রো শিশু ও সম্প্রদায়ের সদস্যদের নিয়ে ‘পাওমুম পার্বণ’

মঞ্চে আসছে ফারুক আহমেদ নির্দেশিত প্রথম নাটক ‘রঙমহাল’

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু হবে ‘রইদ’ সিনেমার

বিজয় দিবসের টিভি আয়োজন

মামুন, চমক ও বান্নাহকে হত্যার হুমকি

প্রেম, বিচ্ছেদ ও স্মৃতির দোলাচলে ‘পালে লাগে নারে হাওয়া’

নাটক প্রযোজনায় শামীম হাসান

হলিউডের পরিচালক ও তাঁর স্ত্রীর রহস্যময় মৃত্যু, ছেলে গ্রেপ্তার