হোম > বিনোদন > গান

বাপ্পা মজুমদারের বাসায় আগুন

বিনোদন প্রতিবেদক, ঢাকা

কন্যাসন্তানদের সঙ্গে বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইন; ছবি: সংগৃহীত

ব্যান্ড দলছুটের দলপ্রধান সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ আহত না হলেও ঘটনার আকস্মিকতায় ঘাবড়ে গিয়েছেন পরিবারের সবাই। বাপ্পা মজুমদার জানিয়েছেন, আজ বৃহস্পতিবার ভোরের দিকে তাঁদের বনানীর বাসভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্ত্রী তানিয়া হোসাইন ও দুই কন্যাসন্তানসহ সবাই সুস্থ আছেন। কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বাপ্পা মজুমদার জানান, ভোর ৫টার দিকে ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত। ইন্টারকমে কল পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে তড়িঘড়ি করে বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে চারদিক ধোঁয়ায় ছেয়ে গেছে। ঘাবড়ে গিয়ে পরিবারের সদস্যদের নিয়ে বারান্দায় চলে যান বাপ্পা। সেখান থেকে মোবাইল ফোনে যোগাযোগ হয় গীতিকার শাহান কবন্ধের সঙ্গে। দ্রুত বাপ্পাদের বাসায় চলে আসেন শাহান, তাঁর সহযোগিতায় স্ত্রী তানিয়া হোসাইন ও দুই কন্যাসন্তানকে নিয়ে বাসা থেকে বের হন বাপ্পা।

বাপ্পা মজুমদার বলেন, ‘অনেক বড় বিপদ থেকে রক্ষা পেলাম। ফায়ার সার্ভিস দ্রুত চলে আসায় আগুন বাড়তে পারেনি। নইলে বড় ধরনের বিপদ হয়ে যেতে পারত। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অশেষ ধন্যবাদ। বাসার সবাই এখনো ট্রমায় আছে। এই ট্রমা থেকে বের হতে সময় লাগবে।’

আলভীর হাত ধরে ফিরছে ভেঙে যাওয়া জুটি

স্বপ্নদল ও ঢাকা থিয়েটারের আয়োজনে সেলিম আল দীন স্মরণোৎসব

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

এখনো অনিশ্চিত বিজয়ের শেষ সিনেমার মুক্তি

ইন্ডিয়ান আইডল-৩ জয়ী প্রশান্ত তামাং আর নেই

‘মুজিব ভাই’ ও ‘খোকা’র নির্মাণ ব্যয় নিয়ে বিস্মিত পরিচালক

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ইউসিবি নাইট মাতালেন রুনা লায়লা, হাবিব, প্রীতম ও দোলা

প্রেক্ষাগৃহে ব্যর্থ হলেও ওটিটিতে হিট

তাহসান-রোজার সংসারে ভাঙনের সুর