হোম > বিনোদন

প্রতি সপ্তাহে ভয় দেখাবে ‘প্রচলিত’

অক্টোবর মাসের শেষ দিনে মৃতদের স্মরণে পালিত হয় হ্যালোইন। হ্যালোইন শব্দটি শুনলেই গা ছমছম অনুভূত হয়। এবারের হ্যালোইনকে আরও রহস্যময় করে তুলতে তৈরি হয়েছে হরর সিরিজ ‘প্রচলিত’। আবিদ মল্লিকের পরিচালনায় পাঁচ পর্বের সিরিজটির প্রচার শুরু হবে আজ থেকে। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে প্রতি বৃহস্পতিবার মুক্তি পাবে নতুন পর্ব। সমাজে প্রচলিত বা প্রবাদ বাক্য অর্থাৎ যেসব কথা লোকমুখে প্রচারিত, সেগুলো নিয়ে এগিয়েছে সিরিজটির কাহিনি। প্রথম পর্বের নাম ‘রিংটোন’।

ফোন বন্ধ থাকলেও কেন কল আসছে? কে কল দিচ্ছে? কী চাচ্ছে? সেই রহস্য নিয়ে নির্মিত হয়েছে রিংটোন। ২৫ মিনিটের এই পর্বে দেখা যাবে মোস্তফা মন্ওয়ার ও অশোক বেপারীকে। মোস্তফা মন্ওয়ার বলেন, ‘এক রাতের গল্প। আমার চরিত্রটি চ্যালেঞ্জিং। একটা অপকর্মের পর থেকে চরিত্রটি এক ধরনের ট্রমার মধ্য দিয়ে যায়। এটা ফুটিয়ে তোলার জন্য পরীক্ষা-নিরীক্ষার ভেতর দিয়ে যেতে হয়েছে আমাকেও। ট্রমা, তারপর শারীরিক কসরত (দৌড়াদৌড়ি, ছোটাছুটি) সবকিছু করাটা শারীরিকভাবে আমার জন্য খুব কঠিন ছিল। সকালে যখন প্যাকআপ হলো, তখন মোটামুটি অর্ধচেতন অবস্থা। গল্পের মধ্যে ওই চরিত্রটির যে অবস্থা, বাস্তবে আমারও একই অবস্থা দাঁড়িয়েছিল।’


সিরিজের বাকি পর্বগুলোর নাম রাখা হয়েছে ‘বিলাই’, ‘বেওয়ারিশ’, ‘কলিংবেল’ ও ‘হাতবদল’। বিভিন্ন পর্বে অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাদিয়া আয়মান, আব্দুল্লাহ আল সেন্টু, বায়োজিদ হক জোয়ার্দার, রফিউল কাদের রুবেল, মাহমুদ আলম, তনয় বিশ্বাস, ফারিন খান প্রমুখ।

সিরিজটি নিয়ে নির্মাতা আবিদ মল্লিক বলেন, ‘কাজের প্রয়োজনেই দেশের বিভিন্ন জায়গায় যেতে হয়। প্রচলিতর গল্পগুলোর ভাবনা এইভাবেই হাঁটতে, চলতে, কখনো মানুষের মুখে, কখনো পড়ে কিংবা শৈশবে শুনে ভাবনায় গেঁথে গেছে। সেই ভাবনাগুলোই তুলে ধরার চেষ্টা করেছি এই সময়ের আলোতে।’

বাপ্পা মজুমদারের নতুন গান ‘এই ব্যথা’

ওসমান হাদির মৃত্যু: শিল্পী-নির্মাতাদের উদ্বেগ ও শোক প্রকাশ

বিশ্বনন্দিত চীনা ধারাবাহিক এবার বাংলায়

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

শিল্পকলায় নাট্যতীর্থের আয়োজনে ‘নবীন প্রবীণ নাট্যমেলা’

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস