হোম > বিনোদন > সিনেমা

বুসান উৎসবের এশিয়ান প্রজেক্ট মার্কেটে নির্বাচিত বাংলাদেশের দুই সিনেমা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

বুসান উৎসবের এশিয়ান প্রজেক্ট মার্কেট। ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ আয়োজন এশিয়ান প্রজেক্ট মার্কেট। বিভিন্ন দেশের নামীদামি প্রযোজক, সহপ্রযোজক ও পরিবেশকদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেয় এই বাজার। মেলে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা। সব মিলিয়ে এশিয়ার অন্যতম বড় এই চলচ্চিত্র বাজার নিয়ে তরুণ নির্মাতাদের ব্যাপক আগ্রহ থাকে।

এ বছরের এশিয়ান প্রজেক্ট মার্কেটে নির্বাচিত হয়েছে ৩০টি সিনেমা। যার মধ্যে বাংলাদেশের সিনেমা রয়েছে ২টি। তালিকায় আছে বিপ্লব সরকারের ‘দ্য ম্যাজিকাল মেন’ ও মির্জা শবনম ফেরদৌসির ‘দ্য সাইলেন্স অব দ্য লুমস’। দ্য ম্যাজিকাল মেনের প্রযোজক হিসেবে বিপ্লব সরকারসহ যুক্ত আছেন চার দেশের চারজন প্রযোজক। আর দ্য সাইলেন্স অব দ্য লুমস সিনেমাটি প্রযোজনা করছেন বাংলাদেশের প্রযোজক রাজিব মহাজন।

এর আগে ২০২৩ সালে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নিউ কারেন্ট বিভাগে প্রদর্শিত হয়েছিল বিপ্লব সরকারের ‘আগন্তুক: দ্য স্ট্রেঞ্জার’। দ্য ম্যাজিকাল মেন দিয়ে আবারও তিনি ফিরেছেন এই উৎসবে। বিপ্লব সরকার ছাড়াও এ সিনেমার প্রযোজক হিসেবে যুক্ত আছেন ফ্রান বোর্জিয়া (সিঙ্গাপুর), ফ্রাঁসোয়া ডি’আর্টেমা (ফ্রান্স) ও শঙ্খজিৎ বিশ্বাস (ভারত)। নতুন সিনেমাটি নিয়ে বিপ্লব বলেন, ‘সিনেমাটি একেবারেই আর্লি ডেভেলপমেন্ট পর্যায়ে আছে। ইতিমধ্যে এ সিনেমার সঙ্গে বাংলাদেশ ছাড়াও আরও তিনটি দেশের তিনজন প্রোডিউসার যুক্ত আছেন। আমরা এশিয়ান প্রজেক্ট মার্কেটে গিয়ে অর্থায়ন খোঁজার চেষ্টা করব। যেহেতু আর্লি ডেভেলপমেন্ট পর্যায়ে, ফলে সিনেমার গল্প নিয়ে এখনই কিছু বলতে চাইছি না।’

অন্যদিকে, মির্জা শবনম ফেরদৌসির দ্য সাইলেন্স অব দ্য লুমস নিয়ে প্রযোজক রাজিব মহাজন বলেছেন, ‘এ বছরের এশিয়ান প্রজেক্ট মার্কেটে আমাদের সিনেমা নির্বাচিত হওয়াটা অত্যন্ত আনন্দের সংবাদ। আমরা চেষ্টা করছি, একটি ভালো মানের সিনেমা নির্মাণের জন্য প্রয়োজনীয় সহযোগিতা খোঁজার। এখন যেহেতু প্রাথমিক পর্যায়ে আছে, বিস্তারিত পরে জানাতে পারব।’

বিপ্লব সরকার ও রাজিব মহাজন।

এশিয়ান প্রজেক্ট মার্কেটের বিজ্ঞপ্তিতে জানা গেছে, এ বছর ৪৪টি দেশ থেকে ৪৫৫টি আবেদনপত্র জমা পড়েছিল, যা অন্য বছরের চেয়ে সর্বোচ্চ। এর মধ্য থেকে ৩০টি সিনেমাকে বেছে নেওয়া হয়েছে। সামাজিক বৈষম্য, পারিবারিক বন্ধন, এলজিবিটিকিউ ইস্যু, জেন্ডার, যুদ্ধ, সীমান্ত সমস্যাসহ নানা বিষয় গুরুত্ব পেয়েছে এসব সিনেমায়।

প্রযোজক হিসেবে এবারের এশিয়ান প্রজেক্ট মার্কেটে রয়েছে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের নামও। তাঁর প্রযোজিত ‘ডিফিকাল্ট ডটারস’ সিনেমাটি নির্বাচিত হয়েছে ভারত থেকে, যেটি পরিচালনা করবেন আলিয়ার মা সোনি রাজদান।

এশিয়ান প্রজেক্ট মার্কেটের এ বছরের আসরটি অনুষ্ঠিত হবে বুসান এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে, আগামী ২০ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর।

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করলেন সোনিয়া, জানালেন কেমন আছেন নায়ক

কাজাখস্তানে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন নিশো

সংগীত নিয়ে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা জানতে চান হামিন আহমেদ

বিজয়ের মাসে সুমীর চার গান

প্লাস্টিক সার্জারি নিয়ে আপত্তি কেট উইন্সলেটের

ওয়ার্নার ব্রাদার্স বিক্রি: নেটফ্লিক্সের বিপরীতে প্যারামাউন্টের আকাশছোঁয়া প্রস্তাব, নেপথ্যে ট্রাম্প-কুশনার

নতুন করে সাজানো হয়েছে গল্প, ফেব্রুয়ারিতে শুরু হবে শুটিং

যৌথ আয়োজনে হবে আতিফ আসলামের কনসার্ট

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

‘নারীশাসিত পুরুষ’: সাহস থাকলে সামনে এসে কথা বল—আসিফকে ওমর সানীর চ্যালেঞ্জ