হোম > বিনোদন

‘তৌহিদী জনতার’ হুমকিতে বন্ধের পর কাল-পরশু ‘শেষের কবিতা’র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ মহিলা সমিতি। ছবি: সংগৃহীত

কথিত তৌহিদী জনতার হুমকিতে মহিলা সমিতিতে বন্ধ হয়ে গিয়েছিল প্রাঙ্গণেমোর প্রযোজিত ‘শেষের কবিতা’ নাটক প্রদর্শনী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসনের নিরাপত্তা সহযোগিতায় এবার নাটকটির পয়লা বৈশাখ ও এর পরদিন দুটো প্রদর্শনী হচ্ছে।

প্রাঙ্গণেমোরের কর্ণধার অনন্ত হিরা আজকের পত্রিকাকে বলেন, ‘প্রশাসন আমাদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছে। আমরা আগামীকাল ও পরের দিন শো দুটো করছি। আমাদের কাজ যেহেতু নাটক প্রদর্শনী, তাই আমাদের নাটক বন্ধ হওয়ার বিরুদ্ধে যে প্রতিবাদ কর্মসূচি ছিল, সেটি আর হবে না।’

বাংলাদেশ মহিলা সমিতির ব্যবস্থাপনা কর্মকর্তা গাজী ফিরোজ আহমেদও জানিয়েছেন, প্রাঙ্গণেমোরের সঙ্গে আলোচনা হয়েছে। নাটকের প্রদর্শনী হচ্ছে কাল।

আজ সকালে অভিনেতা ও নির্দেশক অনন্ত হিরা এক ফেসবুক পোস্টে জানান, চৈত্রসংক্রান্তি ও পয়লা বৈশাখে মহিলা সমিতির মঞ্চে তাঁরা নাটক করতে পারছেন না। তিনি লেখেন, ‘মহিলা সমিতি আজ সকাল দশটায় ফোন করে জানাল তৌহিদী জনতা তাঁদেরকে চিঠি দিয়েছে, মহিলা সমিতিতে যেন কোনো প্রদর্শনী করতে দেওয়া না হয়। আজ চৈত্রসংক্রান্তি এবং আগামীকাল পয়লা বৈশাখ আমাদের ‘‘শেষের কবিতা’’ নাটকের প্রদর্শনী হওয়ার কথা।’

অনন্ত হিরা আরও লিখেছেন, ‘আমরা মহিলা সমিতিকে দুই দিনের হল ভাড়া দিয়েছি। প্রচার, প্রকাশনায় সকল খরচ করা হয়ে গেছে। আমাদের সকল প্রস্তুতি, সকল আয়োজন সম্পন্ন।’

তিনি আরও লিখেছেন, ‘আমরা মহিলা সমিতিকে বলেছি আপনারা প্রশাসনের সাহায্য নেন, প্রশাসন অপারগতা প্রকাশ করলে না হয় আমরা প্রদর্শনী নাইবা করলাম। মহিলা সমিতি জানাল কত কিছুই তো নষ্ট হয়ে যাচ্ছে প্রশাসন তো বন্ধ করতে পারছে না। প্রশাসন কি সহযোগিতা করবেন আমাদের?’

এর পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। অবশেষে প্রাঙ্গণেমোর থেকে জানানো হয়েছে, প্রশাসন আশ্বস্ত করেছে নিরাপত্তা দিতে।

দর্শক চায় বাস্তবজীবনেও আমাদের জুটি হোক

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি

নির্ধারিত সময়ের দুই দিন পর শুরু হচ্ছে নবীন প্রবীণ নাট্যমেলা

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

বাপ্পা মজুমদারের নতুন গান ‘এই ব্যথা’

ওসমান হাদির মৃত্যু: শিল্পী-নির্মাতাদের উদ্বেগ ও শোক প্রকাশ

বিশ্বনন্দিত চীনা ধারাবাহিক এবার বাংলায়

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

শিল্পকলায় নাট্যতীর্থের আয়োজনে ‘নবীন প্রবীণ নাট্যমেলা’

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে