হোম > বিনোদন

বেবি বাম্প নিয়ে সিনেমার প্রচারে দীপিকা

আর মাত্র তিন মাসের অপেক্ষা। সেপ্টেম্বরেই দীপিকা পাড়ুকোনের কোল আলো করে আসবে সন্তান। তবে ব্যস্ততার শেষ নেই তাঁর। সম্প্রতি বেবি বাম্প নিয়েই ছুটে গেলেন ‘কাল্কি ২৮৯৮’ সিনেমার প্রি-রিলিজ ইভেন্টে। শরীরচাপা কালো পোশাকে সুস্পষ্ট তাঁর বেবি বাম্প। ক্যামেরার সামনে বেবি বাম্প নিয়ে পোজ দিতে, কথা বলতে দেখা যায় দীপিকাকে। দীপিকার সঙ্গে এদিন উপস্থিত ছিলেন প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসানরা।

‘কাল্কি ২৮৯৮’ সিনেমার প্রিরিলিজ ইভেন্টেই প্রথম বেবি বাম্পের ছবি শেয়ার করলেন দীপিকা। আগে তাঁর বেবি বাম্পের ছবি প্রকাশ্যে এলেও নায়িকা নিজে তা সামনে আনেননি। এবার ভক্তদের সঙ্গে স্বেচ্ছায় তা ভাগ করলেন দীপিকা। বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবি শেয়ার করে নিয়েছেন দীপিকা। ক্যাপশনে দীপিকা লিখেছেন, ‘অনেক হয়েছে, এবার আমার খিদে পেয়েছে।’ ছবিতে দেখা যাচ্ছে, হাসিতে ফেটে পড়ছেন হবু মা।

পুরো অনুষ্ঠানের মধ্যমণি হয়ে ছিলেন দীপিকা। ‘কাল্কি’ সিনেমার টিমও যত্নবান ছিল তাঁর প্রতি। বেবি বাম্প নিয়ে এখন হাঁটতে-চলতে একটু অসুবিধা হচ্ছিল দীপিকার। একটি ভিডিওতে দেখা যায় মঞ্চে ওঠার জন্য এদিন দীপিকার দিকে সাহায্য়ের হাত বাড়ান অমিতাভ। স্টেজ থেকে নামবার সময় অভিনেত্রীর সাহায্যের জন্য ছুটে যান প্রভাস।

এর আগে অন্তঃসত্ত্বা অবস্থায়ও শুটিং করতে দেখে বিভিন্ন মন্তব্য, কটাক্ষ ধেয়ে এসেছিল দীপিকার দিকে। অনেকেই মনে করছিলেন সারোগেসির মাধ্যমে মা হচ্ছেন অভিনেত্রী। তবে এ বিষয়ে কখনো মুখ খোলেননি দীপিকা বা তাঁর স্বামী রণবীর সিং। দীপিকা হয়তো সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন। শেষ পর্যন্ত বেবি বাম্পের ছবি প্রকাশের জন্য নিজের সিনেমা প্রচারের দিনকেই বেছে নিলের দীপিকা।

নাগ আশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮’ মুক্তি পাচ্ছে ২৭ জুন। এই সিনেমায় প্রথমবার জুটি বেঁধেছেন প্রভাস ও দীপিকা। দীপিকা ও প্রভাস ছাড়াও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও কমল হাসান।

তিন বছর পর বিচ্ছেদের খবর দিলেন বিন্দু

‘ইত্যাদি’র নতুন পর্ব এবার চুয়াডাঙ্গায়

‘মহাশূন্যে সাইকেল’ নাটকের চার দিনে সাত প্রদর্শনী

নতুন লুকে চমকে দিলেন কিয়ারা আদভানি

দর্শক চায় বাস্তবজীবনেও আমাদের জুটি হোক

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি

নির্ধারিত সময়ের দুই দিন পর শুরু হচ্ছে নবীন প্রবীণ নাট্যমেলা

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

বাপ্পা মজুমদারের নতুন গান ‘এই ব্যথা’

ওসমান হাদির মৃত্যু: শিল্পী-নির্মাতাদের উদ্বেগ ও শোক প্রকাশ