হোম > বিনোদন

বাংলাদেশে আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির

বিনোদন প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিনোদন অঙ্গনে এই মুহূর্তের অন্যতম জনপ্রিয় নাম হানিয়া আমির। সিনেমা, সিরিয়াল, ওয়েব কনটেন্ট কিংবা বিজ্ঞাপন—দেশটির সব মাধ্যমে রাজত্ব করছেন হানিয়া। প্রথমবারের মতো এই জনপ্রিয় অভিনেত্রী আসছেন বাংলাদেশে। সানসিল্ক বাংলাদেশের আয়োজনে বেশ কিছু অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

প্রথমবার বাংলাদেশ সফরের খবরটি নিজেই জানিয়েছেন হানিয়া আমির। সোমবার রাতে তাঁর একটি ভিডিও বার্তা পোস্ট করা হয় সানসিল্ক হেয়ার এক্সপার্টস বাংলাদেশ ফেসবুক পেজে। ভিডিওতে হানিয়া বলেন, ‘হাই বাংলাদেশ, আমি হানিয়া। সানসিল্কের সঙ্গে আমি আসছি ঢাকায়। অনেক মজা হবে, থাকবে কিছু সারপ্রাইজ। দেখা হবে সবার সঙ্গে।’

সানসিল্ক বাংলাদেশ জানিয়েছে, পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দীর্ঘ সময় ধরে কাজ করছেন হানিয়া আমির। সানসিল্ক সম্প্রতি বাজারে এনেছে নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা। এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে তুলতে এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করতে প্রথমবারের মতো ঢাকায় আসবেন হানিয়া আমির।

হানিয়া আমির বাংলাদেশে বেশ কয়েক দিন থাকবেন। সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। তবে কবে ঢাকায় পা রাখবেন হানিয়া, সে ব্যাপারে স্পষ্ট কিছু জানায়নি সানসিল্ক বাংলাদেশ। জানিয়েছে, চলতি সপ্তাহেই আসবেন তিনি। তবে বাংলাদেশি বিজ্ঞাপনী সংস্থার এক ঊর্ধ্বতন কর্মকর্তার সূত্রে বেশ কিছু সংবাদমাধ্যম নিশ্চিত হয়েছে, আজ ঢাকায় পৌঁছানোর কথা হানিয়ার। এর আগে হানিয়ার ভিসা নিয়ে কিছু জটিলতা ছিল। সোমবার সেটি সমাধান হওয়ার পরই তাঁর ঢাকা সফরের ঘোষণা দেওয়া হয়।

শোবিজে হানিয়া আমিরের পথচলা শুরু হয় ২০১৬ সালে, ‘জনান’ সিনেমা দিয়ে। সিনেমায় জনপ্রিয়তার সূত্র ধরে টিভি সিরিয়ালে নাম লেখান হানিয়া। ‘তিতলি’, ‘ফির অহি মোহাব্বত’, ‘আনা’, ‘মেরে দোস্ত মেরে ইয়ার’, ‘মেরে হামসাফার’, ‘কাভি ম্যায় কাভি তুম’ সিরিয়ালগুলো তাঁকে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শীর্ষে। হানিয়া অভিনীত ‘না মালুম আফরাদ ২’, ‘পারওয়াজ হ্যায় জুনুন’সহ বেশ কিছু সিনেমাও আলোচিত হয়েছে।

হানিয়ার জনপ্রিয়তা পাকিস্তান ছাড়িয়ে পৌঁছে গেছে অন্যান্য দেশেও। এ বছর তাঁর অভিষেক হয়েছে ভারতীয় সিনেমায়। দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে পাঞ্জাবি ভাষার সিনেমা ‘সর্দারজি ৩’-এ অভিনয় করেছেন হানিয়া আমির। গত জুনে মুক্তি পেয়েছে সিনেমাটি।

রাক্ষস সিনেমায় অভিনয়ের গুঞ্জন নাকচ করলেন ইধিকা

প্রকাশিত হলো শিরোনামহীনের ‘এই অবেলায় ২’

হারমোনি অব ফ্রেন্ডশিপে সোনার বাংলা সার্কাস

‘মিশন: ইম্পসিবল’সহ এসেছে যেসব সিনেমা-সিরিজ

বিয়ে নিয়ে গুঞ্জন ছড়ালেন কনা

বছর শেষে তানজিকার দুই ওয়েব ফিল্ম

আতিফের সঙ্গে একই মঞ্চে গাইবে ব্যান্ড নেমেসিস ও ফুয়াদ

অ্যাভাটারে এআই ব্যবহার করেননি ক্যামেরন

মৃত্যুর ৪ দিন পর প্রকাশিত হলো জেনস সুমনের নতুন গান

নতুন উদ্যমে ফিরছেন তিন নায়িকা