সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের মালিকানা হস্তান্তরিত হতে যাচ্ছে শিগগিরই। টুইটার কেনার জন্য প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক ৪ হাজার ৪০০ কোটি ডলারের যে প্রস্তাব দিয়েছেন, তাতে রাজি হয়েছে টুইটার কর্তৃপক্ষ। আর এই খবর প্রকাশ পাওয়ার পর নানা অনিশ্চয়তার কথা জানাচ্ছেন অনেকে। কেউ আবার টুইটার ছাড়বার ঘোষণাও দিচ্ছেন।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায়, টুইটার ছাড়ার হুমকি দিয়েছেন কিছু ব্যবহারকারী, এরই মধ্যে টুইটার ছেড়েছেন কেউ কেউ। ব্রিটিশ অভিনেত্রী জামিলা জামিল বলেন, মাস্ক দায়িত্ব নেওয়ার পর পরিবেশ কীভাবে পরিবর্তিত হবে এই আশঙ্কায় তিনি টুইটার ছেড়ে চলে যাচ্ছেন।
মাস্কের মালিকানায় টুইটারে ‘বিশৃঙ্খলা, বিদ্বেষ, অভিবাসী বিদ্বেষ এবং নারীবিদ্বেষ’ আরও বাড়বে বলে আশঙ্কার কথা জানিয়েছেন ‘দ্য গুড প্লেস’ অভিনেত্রী জামিলা। পোষা কুকুরের সঙ্গে নিজের কয়েকটি ছবি দিয়ে অনুসারীদের উদ্দেশে জামিলা লিখেছেন, ‘আমি চাই, এটাই যেন আমার শেষ টুইট হয়।’
অন্যদিকে ইলন মাস্কের আশা, তিনি মালিক হওয়ার পরও তাঁর সমালোচকেরা টুইটার প্ল্যাটফর্মেই থাকবেন। মাস্কের মতে, ‘এটাই বাক্স্বাধীনতার মানে’।
ফোর্বস ম্যাগাজিনের তালিকা অনুসারে, ইলন মাস্ক বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি, যার সম্পদ প্রায় ২৬ হাজার কোটি ডলার। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেস-এক্স এর মালিক তিনি।
ইলন মাস্ক সম্পর্কিত পড়ুন: