হোম > বিনোদন

সিনেপ্লেক্সে কুসুম শিকদারের ‘শরতের জবা’

২০১৭ সালের একটি পত্রিকার ঈদসংখ্যায় প্রকাশিত হয়েছিল অভিনেত্রী কুসুম শিকদারের লেখা ‘শরতের জবা’। একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প শরতের জবা। অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত, কিছু অপ্রত্যাশিত মৃত্যু জড়ানো জবার জীবন একেক সময় একেক প্রশ্নের জন্ম দেয়। সেই গল্প এবার বড় পর্দায় নিয়ে আসছেন কুসুম। কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি এ সিনেমা দিয়েই বড় পর্দায় পরিচালক হিসেবে আত্মপ্রকাশ হচ্ছে তাঁর। চিত্রনাট্য ও প্রযোজনাও করেছেন কুসুম। আজ স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে দুর্গাপূজা উপলক্ষে শরতের জবা মুক্তি নিয়ে দ্বিধায় ছিলেন কুসুম শিকদার। শেষ পর্যন্ত ঝুঁকি থাকলেও পূজা উপলক্ষে মুক্তির সিদ্ধান্ত নেন তিনি। কুসুম শিকদার বলেন, ‘অনেকেই পরামর্শ দিয়েছেন এই সময়ে সিনেমাটি মুক্তি না দিতে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি খুব ইতিবাচক একজন মানুষ। নানা যুদ্ধের মধ্যে, স্ট্রাগলের মধ্যে, অনেক না পাওয়ার মধ্যেও পজিটিভ থাকি। দেশের এই পরিস্থিতির মধ্যে কোনো কিছু তো থেমে নেই। সব অফিস চলছে, সবাই নিজেদের কাজ করছে। বিনোদনের মাধ্যমগুলোও সক্রিয়। তাহলে শুধু সিনেমা হল কেন বন্ধ থাকবে? নতুন সিনেমা মুক্তি পাবে না কেন? এ কারণে ঝুঁকি থাকলেও দুর্গাপূজায় শরতের জবা মুক্তির সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, সবাই সিনেমাটি দেখবেন।’

সর্বশেষ ২০১৮ সালে একটি নাটকে অভিনয় করেছিলেন কুসুম শিকদার। এরপর অভিনয়ে আর দেখা যায়নি তাঁকে। আবারও অভিনয়ে নিয়মিত হতে চান কুসুম। আর পরিচালনার বিষয়টি এই সিনেমার সাফল্যের ওপর নির্ভর করছে বলে জানান তিনি।

শরতের জবা সিনেমায় আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, জীতু আহসান, শহীদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, মাহমুদুল ইসলাম মিঠু, অশোক ব্যাপারী প্রমুখ। উপদেষ্টা পরিচালক সুমন ধর। যৌথ প্রযোজনায় কুসুম শিকদার ও ফরিদুর রেজা সাগর।

সত্তরের দশকের প্রেক্ষাপটে নির্মিত সিনেমায় নিদ্রা নেহা

কবীর সুমনের কথা ও সুরে সিনেমায় আসিফের গান

শেষ হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

তাহসানের উপস্থাপনায় শুরু হচ্ছে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ: সিজন ২’

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমাপনী দিনের সিনেমা

রাজধানীর তিন ভেন্যুতে ‘দ্য হিউম্যান ভয়েস’-এর চার প্রদর্শনী

বাউল কবি রশিদ উদ্দিনকে নিয়ে শাকুর মজিদের তথ্যচিত্র

এ আর রাহমানের অভিযোগের পাল্টা যুক্তি দিলেন শান

৭২ বছর বয়সে আত্মজীবনী লিখলেন অঞ্জন দত্ত

মোশাররফ ও নীলা জুটির ঈদের নাটক