হোম > বিনোদন

ব্রুস স্প্রিংস্টিন ও টেইলর সুইফটের পাশে দাঁড়াল সংগীতশিল্পীদের সংগঠন

বিনোদন ডেস্ক

টেইলর সুইফট ও ব্রুস স্প্রিংস্টিন। ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী টেইলর সুইফটকে আবারও আক্রমণ করলেন ডোনাল্ড ট্রাম্প। ১৬ মে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘আপনারা কি লক্ষ করেছেন, আমি ‘‘আই হেট টেলর সুইফট’’ বলার পর থেকে তাঁকে আর ততটা হট লাগছে না?’ তাঁকে উদ্দেশ করে ট্রাম্পের এমন ব্যক্তিগত আক্রমণ বিস্মিত করেছে টেলর সুইফটের ভক্তদের।

তবে ডোনাল্ড ট্রাম্প ও টেলর সুইফটের এই দ্বন্দ্ব নতুন নয়। ২০২০ সালে প্রকাশ পাওয়া নেটফ্লিক্সের ‘মিস আমেরিকানা’ তথ্যচিত্রে নিজের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কথা জানিয়েছিলেন সংগীতশিল্পী। ট্রাম্পের সমালোচনাও করেছিলেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এআই দিয়ে তৈরি একটি ভুয়া ভিডিও শেয়ার করে ট্রাম্প দাবি করেছিলেন, সুইফট তাঁর হয়ে নির্বাচনে প্রচারণা চালাবেন। এর কিছুদিন পরই সুইফট জানিয়ে দেন, ট্রাম্পের এই দাবি মিথ্যা। তিনি বরং প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিসের হয়ে প্রচারণা চালিয়েছিলেন ওই নির্বাচনে। সেই থেকে এই সংগীতশিল্পীর ওপর রাগ ট্রাম্পের। ওই সময়ই তিনি ট্রুথ সোশ্যালে সরাসরি জানিয়ে দিয়েছিলেন, ‘আমি টেইলর সুইফটকে ঘৃণা করি।’

নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পর থেকে তাঁর নাম উল্লেখ করে কোনো মন্তব্য করেননি টেলর সুইফট। তা সত্ত্বেও তাঁকে উদ্দেশ করে ট্রাম্পের এমন ব্যক্তিগত আক্রমণের বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পীদের সংগঠন আমেরিকান ফেডারেশন অব মিউজিশিয়ানস ইন্টারন্যাশনাল। গতকাল বিলবোর্ডের খবরে বলা হয়েছে, সংগঠনটির সভাপতি টিনো গ্যাগলিয়ার্ডি সম্প্রতি একটি বিবৃতি জারি করে নিন্দা জানিয়েছেন। এই বিবৃতিতে টেলর সুইফট ছাড়াও এসেছে যুক্তরাষ্ট্রের আরেক সংগীতশিল্পী ব্রুস স্প্রিংস্টিনের প্রসঙ্গ। সোশ্যাল মিডিয়ায় তাঁকেও আক্রমণ করেছেন ট্রাম্প, লিখেছেন, ‘সে পাথরের মতো নির্বোধ।’

আমেরিকান ফেডারেশন অব মিউজিশিয়ানস ইন্টারন্যাশনালের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের সংগঠনের দুই সদস্য ব্রুস স্প্রিংস্টিন ও টেইলর সুইফটকে ব্যক্তিগত আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এ বিষয়ে আমাদের সংগঠন চুপ থাকবে না। ব্রুস স্প্রিংস্টিন ও টেলর সুইফট শুধু প্রতিভাবান সংগীতশিল্পীই নন, তাঁরা বিশ্বজুড়ে লাখো মানুষের আদর্শ ও অনুপ্রেরণা। মতপ্রকাশের স্বাধীনতা সব সংগীত ব্যক্তিত্বের রয়েছে। আমরা তাঁদের পাশে আছি।’

আলভীর হাত ধরে ফিরছে ভেঙে যাওয়া জুটি

স্বপ্নদল ও ঢাকা থিয়েটারের আয়োজনে সেলিম আল দীন স্মরণোৎসব

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

এখনো অনিশ্চিত বিজয়ের শেষ সিনেমার মুক্তি

ইন্ডিয়ান আইডল-৩ জয়ী প্রশান্ত তামাং আর নেই

‘মুজিব ভাই’ ও ‘খোকা’র নির্মাণ ব্যয় নিয়ে বিস্মিত পরিচালক

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ইউসিবি নাইট মাতালেন রুনা লায়লা, হাবিব, প্রীতম ও দোলা

প্রেক্ষাগৃহে ব্যর্থ হলেও ওটিটিতে হিট

তাহসান-রোজার সংসারে ভাঙনের সুর