হোম > বিনোদন

সময় পেলেই পুল পার্টিতে তাঁরা

বলিউডের স্টার কিডদের নিয়ে আগ্রহের কমতি নেই সাধারণ মানুষের। আর তারকার সন্তানেরা যখন নিজেরাই তারকা হয়ে ওঠেন, তখন তো আর কথাই নেই। এমনই কয়েকজন স্টার কিডকে নিয়ে একটু যেন বেশি আগ্রহ নেটিজেনদের। তাঁরা হলেন সুহানা খান, অনন্যা পান্ডে, আর শানায়া কাপুর। এই তিনজন আবার বিএফএফ বা বেস্ট ফ্রেন্ড ফর এভার। 

মাঝেমধ্যেই সুহানা, অনন্যা ও শানায়াকে দেখা যায় বিভিন্ন পার্টিতে। বিশেষ করে হালের পুল পার্টিতে বেশ সরব এই স্টার কিডরা। সময় পেলেই পুল পার্টিতে জলকেলিতে মাতেন তাঁরা। সেই সব ছবি শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। 

সম্প্রতি এই তিন স্টার কিড নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। যখনই সময় পান, তখনই পার্টি করেন সুহানা, অনন্যা আর শানায়া। আর এমনই কিছু পুল পার্টির মুহূর্ত ভাইরাল নেট দুনিয়ায়। 

সম্প্রতি অনন্যা পান্ডে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি ও ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাঁকে দেখা যাচ্ছে বাকি দুই স্টার কিডের সঙ্গে সুইমিং পুলে সময় কাটাতে। রংবেরঙের বিকিনিতে পুল পার্টিতে আলো ছড়াচ্ছেন তাঁরা। 

এর আগে এই তিন স্টার কিডের ছোটবেলার পুল পার্টির ছবি ভাইরাল হয়েছিল। এ ছাড়া কয়েক দিন আগে এক ডিনার পার্টিতে সুহানা, অনন্যা ও শানায়ার বিভিন্ন ভঙ্গিতে তোলা ছবি বেশ সাড়া ফেলে নেট দুনিয়ায়। 

এদিকে শিগগিরই বলিউডে অভিষেক হতে চলেছ শাহরুখকন্যা সুহানার। অন্যদিকে সঞ্জয় কাপুররন কন্যা শানায়া কাপুরও খুব শিগগিরই আসছেন সিনেমায়। আর চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডে তো ২০১৯ সাল থেকেই অভিনয় করছেন বলিউডে।

এ বছর নজর কাড়বে যেসব সিনেমা

প্রথমবার মঞ্চে একক অভিনয়ে চিত্রলেখা গুহ

‘হক’সহ মুক্তির তালিকায় একগুচ্ছ সিনেমা-সিরিজ

ফেব্রুয়ারিতে জয়া আহসানের ‘ওসিডি’

ভালো কাটুক নতুন বছর

কুমার বিশ্বজিতের সুরে মৌমিতার নতুন গান

দুই পরিবারের বৈরিতার গল্প নিয়ে ধারাবাহিক ‘বিশ্বাস বনাম সরদার’

নতুন বছরে মাতাবে যেসব সিনেমা

২০২৫ সালে যাঁদের হারিয়েছি

চলচ্চিত্রে ২০২৫ সালের আলোচিত ৫ ঘটনা