হোম > বিনোদন

সময় পেলেই পুল পার্টিতে তাঁরা

বলিউডের স্টার কিডদের নিয়ে আগ্রহের কমতি নেই সাধারণ মানুষের। আর তারকার সন্তানেরা যখন নিজেরাই তারকা হয়ে ওঠেন, তখন তো আর কথাই নেই। এমনই কয়েকজন স্টার কিডকে নিয়ে একটু যেন বেশি আগ্রহ নেটিজেনদের। তাঁরা হলেন সুহানা খান, অনন্যা পান্ডে, আর শানায়া কাপুর। এই তিনজন আবার বিএফএফ বা বেস্ট ফ্রেন্ড ফর এভার। 

মাঝেমধ্যেই সুহানা, অনন্যা ও শানায়াকে দেখা যায় বিভিন্ন পার্টিতে। বিশেষ করে হালের পুল পার্টিতে বেশ সরব এই স্টার কিডরা। সময় পেলেই পুল পার্টিতে জলকেলিতে মাতেন তাঁরা। সেই সব ছবি শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। 

সম্প্রতি এই তিন স্টার কিড নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। যখনই সময় পান, তখনই পার্টি করেন সুহানা, অনন্যা আর শানায়া। আর এমনই কিছু পুল পার্টির মুহূর্ত ভাইরাল নেট দুনিয়ায়। 

সম্প্রতি অনন্যা পান্ডে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি ও ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাঁকে দেখা যাচ্ছে বাকি দুই স্টার কিডের সঙ্গে সুইমিং পুলে সময় কাটাতে। রংবেরঙের বিকিনিতে পুল পার্টিতে আলো ছড়াচ্ছেন তাঁরা। 

এর আগে এই তিন স্টার কিডের ছোটবেলার পুল পার্টির ছবি ভাইরাল হয়েছিল। এ ছাড়া কয়েক দিন আগে এক ডিনার পার্টিতে সুহানা, অনন্যা ও শানায়ার বিভিন্ন ভঙ্গিতে তোলা ছবি বেশ সাড়া ফেলে নেট দুনিয়ায়। 

এদিকে শিগগিরই বলিউডে অভিষেক হতে চলেছ শাহরুখকন্যা সুহানার। অন্যদিকে সঞ্জয় কাপুররন কন্যা শানায়া কাপুরও খুব শিগগিরই আসছেন সিনেমায়। আর চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডে তো ২০১৯ সাল থেকেই অভিনয় করছেন বলিউডে।

‘হাওয়া’র পর তিন সিনেমা নিয়ে আসছেন তুষি

১০ বছরে কুঁড়েঘর ব্যান্ড

চীনের সিনেমা দিয়ে শুরু হচ্ছে ঢাকা উৎসব

ক্রিটিকস চয়েসে সেরা অভিনেতা শ্যালামে সেরা অভিনেত্রী জেসি বাকলি

দৃশ্যের খোঁজে শ্রীলঙ্কায় সিয়াম-সুস্মিতা

‘কাভি খুশি কাভি গাম’-এর সিকুয়েল বানাচ্ছেন করণ জোহর

বিলিয়নের ঘর পেরোল অ্যাভাটার ৩

ব্যঙ্গনাট্য ‘তার্ত্যুফ’ মঞ্চে আনছে থিয়েটারিয়ান

মারা গেছেন চিত্রগ্রাহক ও পরিচালক আব্দুল লতিফ বাচ্চু

ঈদে শাকিবের সিনেমা মুক্তি পাওয়া নিয়ে অনিশ্চয়তা: গুজবে কান না দেওয়ার অনুরোধ প্রযোজকের