হোম > বিনোদন > টেলিভিশন

তাহসানের উপস্থাপনায় শুরু হচ্ছে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ: সিজন ২’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ: সিজন ২’-এ তাহসান। ছবি: বঙ্গের সৌজন্যে

দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে। প্রতি সোমবার রাত ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি প্রচার করা হবে এনটিভিতে। পুনঃপ্রচার করা হবে একই চ্যানেলে প্রতি বুধবার বেলা ১টায়। পাশাপাশি, যেকোনো সময় শোটি উপভোগ করা যাবে বঙ্গ অ্যাপ ও ওয়েবসাইটে সম্পূর্ণ ফ্রিতে। এ ছাড়া শোয়ের বিভিন্ন আপডেট এবং পর্বের বিশেষ মুহূর্তগুলো প্রকাশ করা হবে ফ্যামিলি ফিউড বাংলাদেশ-এর অফিশিয়াল ফেসবুক পেজে।

বঙ্গ জানিয়েছে, প্রথম সিজনের সাফল্যের ধারাবাহিকতায় সিজন ২ হতে চলেছে আরও বেশি রোমাঞ্চকর এবং একসাইটিং। গত সিজনে সব প্ল্যাটফর্ম মিলিয়ে ১০০ কোটির বেশি ভিউ এবং ৩০ লাখ টাকার বেশি পুরস্কার জয়ের রেকর্ড গড়া এই শো ফিরছে আরও বড় পরিসরে। এবারের সিজনে থাকছে আগের চেয়েও আকর্ষণীয় পুরস্কার এবং টানটান উত্তেজনা, যা পারিবারিক বিনোদনে যোগ করবে ভিন্ন মাত্রা। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র।

ফ্যামিলি ফিউড বাংলাদেশ সিজন ২ নিয়ে তাহসান খান বলেন, ‘আমাদের এবারের সিজনটা সত্যিই জমে উঠেছে। অনেক বড় পরিসরের এই আয়োজনে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এবারের প্রশ্নগুলোর সার্ভে করা হয়েছে বাংলাদেশের ৬৪টি জেলা থেকে। তাই প্রশ্নের উত্তরগুলো হয়েছে মজার এবং চমকপ্রদ। প্রতিযোগীদের বেশ ভেবেচিন্তে উত্তর দিতে হয়েছে এবং পরিশেষে এই বিষয়টিই প্রতিটি এপিসোডকে আরও প্রাণবন্ত করে তুলেছে।’

এবারের সিজনের আয়োজনে সহযোগিতা করেছে আমরূপালি, সুন্দরা, সিঙ্গার বেকো, ক্লথ স্টুডিও, প্রগতি ইনস্যুরেন্সসহ দেশের স্বনামধন্য নানা প্রতিষ্ঠান।

অনুষ্ঠানটির প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ জানিয়েছে, ফ্যামিলি ফিউড বাংলাদেশ শুধু একটি গেম শো নয় বরং এটা একটা পরিবারের হাসি, আনন্দ এবং ভালোবাসার মেলবন্ধনের দারুণ এক উৎসব। মা-বাবার সঙ্গে সন্তানদের দল গঠন, উত্তর নিয়ে ভাইবোনের খুনসুটির মধ্য দিয়ে এই শো মনে করিয়ে দেয় পরিবার কেন এত গুরুত্বপূর্ণ।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমাপনী দিনের সিনেমা

রাজধানীর তিন ভেন্যুতে ‘দ্য হিউম্যান ভয়েস’-এর চার প্রদর্শনী

বাউল কবি রশিদ উদ্দিনকে নিয়ে শাকুর মজিদের তথ্যচিত্র

এ আর রাহমানের অভিযোগের পাল্টা যুক্তি দিলেন শান

৭২ বছর বয়সে আত্মজীবনী লিখলেন অঞ্জন দত্ত

মোশাররফ ও নীলা জুটির ঈদের নাটক

অ্যাভাটারের পরবর্তী পর্বে থাকবেন মিশেল ইয়ো

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

শীতার্ত মানুষের জন্য গাইবে চার ব্যান্ড

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা