হোম > বিনোদন

তিন গীতিকবিকে সম্মাননা দিল গীতিকবি সংঘ

বিনোদন প্রতিবেদক, ঢাকা

সম্মাননা হাতে গীতিকবি লিটন অধিকারী রিন্টু, গোলাম মোর্শেদ ও শহীদ মাহমুদ জঙ্গী। ছবি: সংগৃহীত

বাংলা আধুনিক সংগীতের তিনজন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, লিটন অধিকারী রিন্টু ও গোলাম মোর্শেদকে সম্মাননা দিল গীতিকবি সংঘ বাংলাদেশ। গত শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে গীতিকবি সংঘ বাংলাদেশ আয়োজিত প্রথম ‘গীতিকবি আড্ডা’ অনুষ্ঠানে তাঁদের এই সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীত ব্যক্তিত্ব নকীব খান, ফোয়াদ নাসের বাবু, আলী সুমন, শওকত আলী ইমন, নাসির আহমেদ, আরিফ, মিল্টন খন্দকার, শহীদুল্লাহ্ ফরায়জী, আনজীর লিটন, বাপ্পী খান, বাকীউল আলম, এনামুল কবির সুজন, সীরাজুম মুনীরসহ সংঘের সদস্যরা।

গত শনিবার সন্ধ্যায় তুষার হাসানের সঞ্চালনায় গীতিকবি আড্ডা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংঘের সাধারণ সম্পাদক জয় শাহরিয়ার। প্রথম পর্বে জয় শাহরিয়ারের সঞ্চালনায় আড্ডায় অংশ নেন শহীদ মাহমুদ জঙ্গী। এরপর দ্বিতীয় পর্বে সাকী আহমেদের সঞ্চালনায় আড্ডায় অংশ নেন লিটন অধিকারী রিন্টু এবং তৃতীয় পর্বে অধরা জাহানের সঞ্চালনায় অংশ নেন গোলাম মোর্শেদ।

এই আয়োজনে অতিথিরা সংগীতে তাঁদের পথচলা নিয়ে উপস্থাপক ও দর্শকদের সঙ্গে কথা বলেন, মতবিনিময় করেন। এ সময় ভিডিওচিত্রের মাধ্যমে প্রত্যেকের সংক্ষিপ্ত জীবনী উপস্থাপন করা হয়। আড্ডায় তিনজন গীতিকবির বর্ণাঢ্য ক্যারিয়ার ছাড়াও জীবনের নানা ঘটনাপ্রবাহ উঠে আসে। সংঘের সভাপতি আসিফ ইকবালের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় গীতিকবি আড্ডা।

আলভীর হাত ধরে ফিরছে ভেঙে যাওয়া জুটি

স্বপ্নদল ও ঢাকা থিয়েটারের আয়োজনে সেলিম আল দীন স্মরণোৎসব

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

এখনো অনিশ্চিত বিজয়ের শেষ সিনেমার মুক্তি

ইন্ডিয়ান আইডল-৩ জয়ী প্রশান্ত তামাং আর নেই

‘মুজিব ভাই’ ও ‘খোকা’র নির্মাণ ব্যয় নিয়ে বিস্মিত পরিচালক

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ইউসিবি নাইট মাতালেন রুনা লায়লা, হাবিব, প্রীতম ও দোলা

প্রেক্ষাগৃহে ব্যর্থ হলেও ওটিটিতে হিট

তাহসান-রোজার সংসারে ভাঙনের সুর