বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের জন্য প্রতিবছর মুখিয়ে থাকেন সিনেমাপ্রেমীরা। এই অপেক্ষার অবসান হতে চলেছে। আসছে ২৭ মার্চ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে এবারের আসর।
করোনার কারণে গত দুই বছর সেভাবে আয়োজন না হলেও এবার বেশ জমকালো আয়োজনের আভাস মিলছে। আর ৯৪তম একাডেমি অ্যাওয়ার্ডসের এই অনুষ্ঠান সরাসরি দেখতে হলে অতিথিদের করোনা প্রতিরোধী টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। টিকা নেওয়ার প্রমাণ দেখিয়েই প্রবেশ করতে হবে অনুষ্ঠানে।
তবে অভিনয়শিল্পী ও উপস্থাপকদের জন্য এ নিয়ম শিথিল করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস বৃহস্পতিবার সিদ্ধান্ত নিয়েছে যে, পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তি এবং অতিথিদের অবশ্যই টিকা সনদ ও দুবার করোনা পরীক্ষায় নেগেটিভের প্রমাণ দেখাতে হবে।
এবারের অস্কার অনুষ্ঠান সঞ্চালনা করবেন তিন মার্কিন কৌতুক অভিনয়শিল্পী রেজিনা হল, অ্যামি শুমার ও ওয়ান্ডা সাইকস। অস্কারের ইতিহাসে এবারই প্রথম একই আসরে তিন নারীকে সঞ্চালনা করতে দেখা যাবে। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ওয়েবসাইট ও অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এ ঘোষণা দেওয়া হয়েছে।