আজকের পত্রিকার পাঠকের সংগঠন ‘পাঠকবন্ধু’র বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখার আহ্বায়ক কমিটি করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমান ১৭ সদস্যের এ কমিটির অনুমোদন দিয়েছেন।
কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন বাংলা বিভাগের স্নাতকোত্তর বিভাগের মেধাবী মুখ শাহাজাদী হক, সদস্যসচিব করা হয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র মুনতাসির রাহীকে।
কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হলেন মো. আরিফ খান ও নওরিন নূর তিশা এবং যুগ্ম আহ্বায়ক রিংকু হোসেন ও আয়েশা আক্তার।
এ ছাড়া কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন অর্ণব সাহা, নিশাত তাসমিম, ডালিয়া হালদার, মোহাম্মদ আব্দুর রহমান, শামিমা আক্তার, মৃদুল ইসলাম, উম্মিয়া আক্তার ঊর্মি, মুহম্মদ সাজিদ, আফসানা মিমি, রিফাত খন্দকার ও মরিয়ম জান্নাত মীম।
আহ্বায়ক কমিটির কর্মতৎপরতার ওপর ভিত্তি করে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি দেওয়া হবে বলে পত্রিকা কর্তৃপক্ষ জানিয়েছে।