হোম > শিক্ষা > ক্যাম্পাস

গ্রিন ইউনিভার্সিটির বন্ধুদের পরিবেশ রক্ষার প্রত্যয়

তানিয়া আক্তার 

গ্রিন ইউনিভার্সিটি পাঠকবন্ধু সদস্যদের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম।

‘স্বচ্ছ মন, পরিচ্ছন্ন পরিবেশ, গড়ব সুন্দর বাংলাদেশ!’ স্লোগান সামনে রেখে গ্রিন ইউনিভার্সিটির পাঠকবন্ধু পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে। পরিবেশ সচেতনতা বাড়ানোর লক্ষ্যে সংগঠনটি সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ গ্রহণ করে।

এই কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনের যুগ্ম সদস্যসচিব জাবের আল মামুন। তাঁর উদ্যোগে শিক্ষার্থীরা দলবদ্ধভাবে ক্যাম্পাস এবং পার্শ্ববর্তী এলাকার রাস্তা, ফুটপাত ও দোকানপাটের সামনে জমে থাকা আবর্জনা পরিষ্কার করেন। পাশাপাশি স্থানীয় দোকানিদের মাঝে ময়লার ঝুড়ি ব্যবহারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়।

জাবের আল মামুন বলেন, ‘আমরা শুধু ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখার মধ্যে সীমাবদ্ধ থাকছি না, বরং সার্বিকভাবে একটি সুন্দর এবং পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি। আমাদের এই উদ্যোগ দেশের পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।’

শুধু পরিচ্ছন্নতা কার্যক্রমেই সংগঠনটি সীমাবদ্ধ নয়, পথচারীদের মাঝে পরিচ্ছন্নতা-সংক্রান্ত লিফলেট বিতরণ করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার চালিয়েছে। পরিবেশ সুরক্ষার এই বার্তা ছড়িয়ে দিতে তারা ডিজিটাল মাধ্যমও ব্যবহার করছে।

সমুদ্রের বাতাসে স্বাস্থ্যের বার্তা

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট

নতুন বছরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা

জ্ঞান, নৈতিকতা এবং উৎকর্ষের ধারায় তিন দশকের গৌরবময় অগ্রযাত্রা

জকসুর প্রচারণা শেষ: সুষ্ঠু ও শঙ্কামুক্ত নির্বাচনের আশায় প্রার্থী ও শিক্ষার্থীরা

‎সুষ্ঠু ভোট নিশ্চিতে জকসু ও হল সংসদ নির্বাচনে বিশেষ নির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা কাল

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রচারণা শেষ হওয়ার আগে জকসু বামপন্থী প্যানেলের ৪০ হাজার লিফলেট চুরি

দেশে অণুজীববিজ্ঞান শিক্ষায় ভূমিকা রয়েছে বিএসএমের