হোম > শিক্ষা > ক্যাম্পাস

ব্র্যাক ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক কনফারেন্সের জন্য গবেষণা প্রস্তাব আহ্বান

ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেস ‘ভাষার রূপান্তর: ঔপনিবেশিক প্রেক্ষাপটে ভাষা শিক্ষার প্রভাব’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের জন্য গবেষণাপত্র আহ্বান করেছে। ১৫ জুলাইয়ের মধ্যে আগ্রহী গবেষকদের ব্র্যাক ইউনিভার্সিটির ওয়েবসাইটের মাধ্যমে গবেষণা প্রস্তাব জমা দিতে হবে। ২৮ নভেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক কনফারেন্স। 

কনফারেন্সের মূল উদ্দেশ্য হচ্ছে ঔপনিবেশিক প্রক্রিয়ায় ভাষা শিক্ষার পরিবর্তনগুলো পর্যালোচনা করা। সেই সঙ্গে এই পরিবর্তনগুলো কীভাবে বৈশ্বিকভাবে শিক্ষাদানের পদ্ধতিকে প্রভাবিত করে সেটা নিয়ে আলোচনা করা। 

কনফারেন্সের আলোচ্য বিষয়গুলোর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে বহুভাষিক শিক্ষা, ভাষানীতি, ভাষাগত বৈচিত্র্য ও ঔপনিবেশিক শিক্ষা এবং ভাষা শিক্ষার সম্ভাবনা ও জটিলতা বিশ্লেষণ। সেই সঙ্গে এই আন্তর্জাতিক কনফারেন্স গবেষক, শিক্ষাবিদ এবং বিভিন্ন পেশাজীবীকে একত্রিত করে তাঁদের গবেষণা, ধারণা ও বিদেশি ভাষা শিক্ষার ক্ষেত্রে ঔপনিবেশিক প্রেক্ষাপটের প্রভাব বিশ্লেষণ ও পর্যালোচনা করবে। 

আন্তর্জাতিক এই সম্মেলনে উল্লেখযোগ্য বিশেষজ্ঞ আলোচকদের মধ্যে থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক, ইংলিশ এবং এশিয়ান স্টাডিজের প্রফেসর সুরেশ কানাগারাজা, নিউজিল্যান্ডের ইউনিভার্সিটির অব অকল্যান্ডের ফ্যাকাল্টি অব এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়ার্কের প্রফেসর স্টিফেন মে, অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটির সিনিয়র প্রিন্সিপাল রিসার্চ ফেলো প্রফেসর সেন্ডার ডোভচিন। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকেরা এই আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেবেন।

জকসু নির্বাচন: পাল্টাপাল্টি অভিযোগের পর ভোট গণনায় জট

জকসু নির্বাচন: ওএমআর মেশিনে ত্রুটি, ভোট গণনা স্থগিত

জকসু নির্বাচনে ভোট পড়েছে ৬৫ শতাংশ

জকসুর ভোট গ্রহণ সম্পন্ন, প্রথমবারের মতো ভোট দিতে পেরে খুশি শিক্ষার্থীরা

জকসু নির্বাচনে নারী ভোটারদের উচ্ছ্বাস

জকসু নির্বাচন: ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ শিক্ষকদের সংগঠন ইউটিএলের ‎

ছাত্রদলের বিরুদ্ধে পেশিশক্তি প্রদর্শনের অভিযোগ ছাত্রশক্তি-সমর্থিত প্যানেলের

জবিতে শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তার পর পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা

জকসু নির্বাচন: ছাত্রদলের বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ শিবির প্যানেলের ‎

২১ বছর পর জকসু নির্বাচন, চলছে ভোট গ্রহণ