হোম > শিক্ষা > ক্যাম্পাস

পাঁচ বছর পর আমরা সুফল পাব: মুহম্মদ জাফর ইকবাল

দিনাজপুর প্রতিনিধি

আজ থেকে পাঁচ বছর পর নতুন কারিকুলামের সুফল পাওয়া যাবে বলে উল্লেখ করেছেন ড. মুহম্মদ জাফর ইকবাল। দিনাজপুরের চিরিরবন্দরে আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা উদ্বোধনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

পাতনের মাধ্যমে সামুদ্রিক নোনাপানিকে সুপেয় পানিতে পরিণত করেছে কেউ। কেউবা পরমাণু মৌলের সরণি থ্রি-ডি মাধ্যমে উপস্থাপন করেছে। বিজ্ঞানের 
বিভিন্ন বিষয়ের এমন বৈচিত্র্যময় উপস্থাপনের মাধ্যমে অনুষ্ঠিত হলো আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা। দিনব্যাপী এ মেলায় আরও ছিল আলোচনা সভা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

এবি ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ফাউন্ডেশনের একাডেমিক কাউন্সিলের চেয়ারপারসন ডা. শামীমা আমজাদের সভাপতিত্বে আলোচনা সভায় গেস্ট অব অনার ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দেশবরেণ্য চিকিৎসক, স্বাধীনতা পদক পাওয়া যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ডা. এম আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন হজরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. ইয়াসমীন হক, সাহিত্যিক ও কার্টুনিস্ট আহসান হাবীব, অধ্যাপক সুফিয়া হায়দার, চিরিরবন্দর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান সুনীল কুমার সাহা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘শেখার মানে হলো সমাধান করতে পারা, মুখস্থ করে পরীক্ষা দেওয়া নয়। এ জন্যই নতুন কারিকুলাম আনন্দের সঙ্গে শেখার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।’ তিনি বলেন, ‘নতুন কারিকুলাম করার পর অনেকে আমাকে গালিগালাজ করেছে। কিন্তু আমি খুশি। তোমরা খুশি। আজ থেকে পাঁচ বছর পরে আমরা এর সুফল পাব।’

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি

‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন জবির মোস্তাফিজ

নবীন শিক্ষার্থীদের বরণ করল ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ

সাদা অ্যাপ্রোন গায়ে জড়ানোর অপেক্ষায়

স্নাতক ও স্নাতকোত্তরে স্বর্ণপদক জিতেছেন তারেক

শীতের আবহে নজরুল বিশ্ববিদ্যালয়

ফ্যাশন ও সংস্কৃতির ছন্দে উদ্দীপ্ত বিইউএফটি ক্যাম্পাস

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ২৬তম সমাবর্তন অনুষ্ঠিত

জকসুতে ২১ পদের ১৬টিতে শিবিরের জয়, কে কত ভোট পেলেন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ১৫ কোটি টাকারও বেশি বিমা দাবি পরিশোধ