হোম > শিক্ষা > ক্যাম্পাস

বন্যাকবলিত লালমনিরহাটে মেরিটাইম ইউনিভার্সিটির ত্রাণ বিতরণ

মো. সামিউল ইসলাম প্রমি

লালমনিরহাট জেলার শোলমারির চর এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বন্যায় বিধ্বস্ত এ অঞ্চলের ১০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) এসব সামগ্রী পৌঁছে দেন তাঁরা।

মানুষের কষ্ট লাঘবে পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের অংশ। এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে যেসব সমস্যার সম্মুখীন, তা দূর করতে সরকারি বা বেসরকারিভাবে সহযোগিতা প্রয়োজন। তাৎক্ষণিকভাবে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করে মানুষের কষ্ট কিছুটা লাঘব করা ছিল বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের এই পদক্ষেপের লক্ষ্য।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, মশার কয়েলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য। এগুলোর মাধ্যমে এলাকাবাসী কিছুদিনের জন্য হলেও খাদ্যসংকট মোকাবিলা করতে পারবেন।

স্থানীয় বাসিন্দা আমির হোসেন বলেন, ‘আমাদের ফসলি জমি বন্যায় ডুবে গেছে। কয়েক দিন ধরে কোনোরকমে চলছিলাম। আজ চাল, ডাল ও অন্যান্য সামগ্রী পেয়ে শিশুদের মুখে খাবার তুলে দিতে পারব।’

জাহানারা বেগম নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘বর্ষায় আমরা বন্যায় ডুবে মরি। আর শীতকালে খুব কষ্টে থাকি। ত্রাণ পেয়ে কিছুটা হলেও স্বস্তি পেলাম।’

জেলার শোলমারির চর এলাকার এসব মানুষ দীর্ঘদিন ধরে নদীভাঙন ও বন্যার সঙ্গে লড়াই করছে। নদীর পানি বৃদ্ধি পেলে ফসলি জমি ডুবে যায়, বাসিন্দাদের বাড়িঘর তলিয়ে যায়। এতে আশ্রয়হীন অবস্থায় দিন কাটাতে হয় তাদের। প্রত্যন্ত এই অঞ্চলে যাতায়াত অত্যন্ত দুর্গম হওয়ায় বন্যা হলে যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ে।

আইইউবির ২৬তম সমাবর্তন: ছয় শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক

নিকাব বিতর্কে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইউএপির দুই শিক্ষক চাকরিচ্যুত, ক্লাস বন্ধ

বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেল জবি শিক্ষার্থীর ‘হোয়াট ইফ’

বাবা বেঁচে থাকলে স্বর্ণপদক দেখে কেঁদে ফেলতেন

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

মাহিরের ভান্ডারে বিবিধ রতন

বিশ্ববিদ্যালয়ের আড্ডা সংস্কৃতি

ডিআইইউতে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে পাঠকবন্ধুর শীতবস্ত্র বিতরণ

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার