হোম > শিক্ষা > ক্যাম্পাস

আরইউআর র‍্যাঙ্কিংয়ে বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় উত্তরা ইউনিভার্সিটি

আজকের পত্রিকা ডেস্ক­

গবেষণায় গৌরবজনক সাফল্য অর্জন করেছে উত্তরা ইউনিভার্সিটি। রাউন্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং (আরইউআর) ২০২৫-এর তালিকায় বিশ্ববিদ্যালয়টি বিশ্বের সেরা এক হাজার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে স্থান করে নিয়েছে। ৪ জুন প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিং অনুযায়ী, গবেষণায় উত্তরা ইউনিভার্সিটি বিশ্বব্যাপী ৯৪৯তম স্থান অর্জন করেছে, যা শিক্ষার গুণগত মান, গবেষণায় উদ্ভাবন এবং বৈশ্বিক সম্পৃক্ততার একটি শক্তিশালী প্রমাণ।

বিশ্বের ৮৫টিরও বেশি দেশের শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে আরইউআর র‍্যাঙ্কিং তৈরি করা হয়েছে। যেখানে মূল্যায়নের চারটি প্রধান মানদণ্ড হলো—শিক্ষাদান, গবেষণা, আন্তর্জাতিক বহুমুখিতা এবং আর্থিক স্থিতিশীলতা। এসব মূল্যায়নের ক্ষেত্রে উত্তরা ইউনিভার্সিটির দৃঢ় কর্মক্ষমতা, একাডেমিক উৎকর্ষ, গবেষণাভিত্তিক শিক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতায় বিশেষ অবদান প্রতিফলিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা বলেন, ‘আমাদের সব শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও প্রশাসনের কঠোর পরিশ্রমের ফলে এই অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে উত্তরা ইউনিভার্সিটি আন্তর্জাতিক মান বজায় রেখে আরও সামনে এগিয়ে যাবে।’

এই আন্তর্জাতিক স্বীকৃতি শুধু একটি সম্মান নয়, বরং উত্তরা ইউনিভার্সিটির ভবিষ্যৎ সাফল্যের পথকে আরও মজবুত করে তুলবে। আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে ইউনিভার্সিটির এই অবস্থান প্রমাণ করে যে বিশ্ববিদ্যালয়টি মানসম্পন্ন শিক্ষা, গবেষণা ও টেকসই ভবিষ্যৎ গঠনে অগ্রণী ভূমিকা পালন করছে।

‎জকসু নির্বাচনে প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের ৪ দফা দাবি

খালেদা জিয়ার মৃত্যু: জকসু নির্বাচন পিছিয়ে ৬ জানুয়ারি

খালেদা জিয়ার মৃত্যু: বুধবারের বৃত্তি পরীক্ষা স্থগিত, হবে ৫ জানুয়ারি

খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনের শোক ঘোষণা

‎জকসু নির্বাচন স্থগিত, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

জকসু নির্বাচন: ‎ছাত্রনেতাদের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দিল কমিশন

‎জকসু নির্বাচন: ৬টি মেশিনে ভোট গণনা, ফলাফল দেখা যাবে লাইভে

‎জকসু নির্বাচন: ‎শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রুট প্ল্যান ঘোষণা

জকসু নির্বাচন: কাল ভোট, নিরাপত্তা জোরদার

প্রতিষ্ঠার ১৫ বছর পর বুটেক্সে প্রথম সমাবর্তন