হোম > শিক্ষা > ক্যাম্পাস

প্রেম ও দ্রোহের শব্দ কুঞ্জ

জান্নাতী বেগম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন হিসেবে ‘শব্দ কুঞ্জ’র যাত্রা শুরু হয় ২০১৯ সালের নভেম্বর মাসে। কিন্তু করোনা মহামারির সময় শব্দ কুঞ্জের কার্যক্রম বাধাপ্রাপ্ত হলেও এই সংকট কাটিয়ে উঠে সংগঠনটি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।  

শব্দ কুঞ্জের প্রতিষ্ঠাতা পরিচালক বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সিনিয়র ডেমোনেস্ট্রেটর আরিফ হাসান।

ছাত্রজীবনে আবৃত্তিতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত আরিফ হাসান নজরুল বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন ২০১৬ সালে। তিনি একটি টেলিভিশন চ্যানেলে উপস্থাপক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন।

এ পর্যন্ত শব্দ কুঞ্জের সদস্যরা বেশ কিছু আবৃত্তি অনুষ্ঠান পরিচালনা করেছেন। এগুলোর মধ্যে রয়েছে বিজয়ের শব্দ কুঞ্জ, অমর কাব্য কথার শব্দ কুঞ্জ, ২০২২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আবৃত্তি আয়োজন, ২০২২ সালে নজরুলজয়ন্তীতে শব্দ কুঞ্জের উপস্থাপনা ছিল অন্যতম আয়োজন। সংগঠনটি দেশের বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছে।

শব্দ কুঞ্জের সদস্য অন্তর্ভুক্তির জন্য আগ্রহীদের বাচিক পরীক্ষা গ্রহণ করা হয় এবং সংগঠনের নিয়মসংবলিত ফরমের শর্ত পূরণের মাধ্যমে শব্দ কুঞ্জের সদস্য নির্বাচন করা হয়। বর্তমানে শব্দ কুঞ্জের মোট সদস্য সংখ্যা ৩০। সংগঠনের সদস্যদের বাচিক চর্চাকে সমৃদ্ধ করতে ‘শব্দ কুঞ্জ’ নিয়মিতভাবে উন্মুক্ত আবৃত্তি আসর আয়োজন করে থাকে। এ সংগঠনের প্রশিক্ষক নিরলসভাবে সদস্যদের শুদ্ধ উচ্চারণচর্চা ও আবৃত্তিসংক্রান্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সংগঠনের সভাপতি আরিফ হাসান জানান, শিক্ষার্থীরা বেশ পরিশ্রমী। কণ্ঠে বাক্য ব্যয়ের ব্যাপারে প্রত্যেকে সচেতন। শব্দ বাক্য ভাব আবেগ কবিতা অনুযায়ী কতটা যৌক্তিক এবং প্রাণবন্তভাবে ধারণ করা যায়, শব্দ কুঞ্জর সদস্যরা তা জানেন।

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার

পাঠকবন্ধুর মহান বিজয় দিবস উদ্‌যাপন

উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল: স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জসহ ৭ অ্যাওয়ার্ড জয়

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: চিকিৎসা নৃবিজ্ঞানে বাংলাদেশি মিথিলার পথচলা

কৃষক বাবার স্বপ্নপূরণে মেডিকেলে পড়ছেন উর্মি

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা