হোম > শিক্ষা > ক্যাম্পাস

উছাইওয়াং মার্মার রুপার পদক জয়

বান্দরবান প্রতিনিধি

উছাইওয়াং মার্মা

কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয় গণিতের আন্তর্জাতিক প্রতিযোগিতা ওয়ার্ল্ড ম্যাথমেটিকস টিম চ্যাম্পিয়নশিপ। এই আয়োজনের ১২তম আসরে অংশ নেয় বাংলাদেশের একটি গণিত টিম। এ দলের সদস্য ছিল বান্দরবানের লামা উপজেলার কোয়ান্টাম কসমো স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী উছাইওয়াং মার্মা।

এ বছর প্রথমবারের মতো কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীরা ওয়ার্ল্ড ম্যাথমেটিকস টিম চ্যাম্পিয়নশিপে অংশ নয়। জাতীয় পর্বে বিজয়ী হয় এই স্কুলের চার শিক্ষার্থী। পরবর্তীকালে আন্তর্জাতিক আসরের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয় উছাইওয়াং মার্মা। গত ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জুনিয়র বিভাগে রৌপ্যপদক অর্জন করে উছাইওয়াং। এ বিভাগে তার সঙ্গে ছিল আরমান মালিক, ফাতিমা জাহরা শেখ এবং জান্নাতুল ফেরদৌস নওশিন।

উছাইওয়াংয়ের এই সাফল্যে স্কুলের প্রধান শিক্ষক মো. নুর হোসেন জানিয়েছেন, উছাইওয়াং সুযোগ পেলেই গণিত অনুশীলন করত। তার অনুশীলন দেখে স্কুলের শিক্ষকেরা তাকে সহযোগিতা করে।

প্রধান শিক্ষক আরও বলেন, কোয়ান্টাম কসমো স্কুলে দেশের নানান প্রান্ত থেকে আসা অসহায় অথবা এতিম শিশুরা লেখাপড়া করে। এটি আবাসিক স্কুল। ২০১৬ সালে উছাইওয়াং এ স্কুলে ভর্তি হয় শিশু শ্রেণিতে। বান্দরবান জেলার প্রত্যন্ত অঞ্চলের পিতৃহীন এই শিশুর অভিভাবক তার মা ও নানি। উছাইওয়াংয়ের এ অর্জনের জন্য স্কুলের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তার মা।

‎জকসু নির্বাচনে প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের ৪ দফা দাবি

খালেদা জিয়ার মৃত্যু: জকসু নির্বাচন পিছিয়ে ৬ জানুয়ারি

খালেদা জিয়ার মৃত্যু: বুধবারের বৃত্তি পরীক্ষা স্থগিত, হবে ৫ জানুয়ারি

খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনের শোক ঘোষণা

‎জকসু নির্বাচন স্থগিত, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

জকসু নির্বাচন: ‎ছাত্রনেতাদের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দিল কমিশন

‎জকসু নির্বাচন: ৬টি মেশিনে ভোট গণনা, ফলাফল দেখা যাবে লাইভে

‎জকসু নির্বাচন: ‎শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রুট প্ল্যান ঘোষণা

জকসু নির্বাচন: কাল ভোট, নিরাপত্তা জোরদার

প্রতিষ্ঠার ১৫ বছর পর বুটেক্সে প্রথম সমাবর্তন