হোম > শিক্ষা > ক্যাম্পাস

মানবিকতা ও নেতৃত্বে ফারহানা

পাঠকবন্ধু ডেস্ক

ফারহানা ইসলাম

নর্থ সাউথ ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থী এবং পাঠকবন্ধুর সদস্য ফারহানা ইসলাম সম্প্রতি জাতিসংঘের ‘মিলেনিয়াম ফেলোশিপ ২০২৪’ এবং ফুল ফান্ডেড ‘অ্যাসপায়ার লিডারশিপ প্রোগ্রাম ২০২৪’-এ মনোনীত হন।

ইউনাইটেড ন্যাশনস একাডেমিক ইমপ্যাক্ট এবং মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্কের যৌথভাবে পরিচালিত মিলেনিয়াম ফেলোশিপ একটি বৈশ্বিক নেতৃত্ব উন্নয়ন প্রোগ্রাম। এই ফেলোশিপ টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে কাজ করে তরুণদের জন্য। এই প্রোগ্রামের অংশ হিসেবে ফারহানা ইসলাম ‘ইমপ্যাক্ট ইনিশিয়েটরস’ নামের একটি প্রকল্পে কাজ করেছেন।

এই প্রকল্পের আওতায় তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ এতিমখানা এবং মাস্তুল ফাউন্ডেশনে কর্মশালা আয়োজন করেন। এসব কর্মশালায় এতিম শিশুদের জন্য কাউন্সেলিং, মানসিক স্বাস্থ্য সহায়তা এবং লাইফ স্কিল প্রশিক্ষণ দেওয়া হয়। ‘ইমপ্যাক্ট ইনিশিয়েটরস’ প্রকল্পে ফারহানা মার্কেটিং এবং জনসংযোগ প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ফারহানার আরেকটি বড় অর্জন হলো হার্ভার্ড ইউনিভার্সিটির ফ্যাকাল্টি দ্বারা পরিচালিত অ্যাসপায়ার লিডারশিপ প্রোগ্রামে অংশগ্রহণ। এই প্রোগ্রামের লক্ষ্য তরুণদের ভবিষ্যতের নেতা হিসেবে গড়ে তোলা।

ডিসেম্বর ২০২৪-এ মিলেনিয়াম ফেলোশিপ সফলভাবে সম্পন্ন করার পর ফারহানা আনুষ্ঠানিকভাবে গ্র্যাজুয়েট হন। এই প্রোগ্রামে অংশগ্রহণ করে তিনি বিভিন্ন সেশন, ওয়েবিনারের অভিজ্ঞতার মধ্য দিয়ে নেতৃত্বের দক্ষতা আরও শাণিত করেছেন।

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার

পাঠকবন্ধুর মহান বিজয় দিবস উদ্‌যাপন

উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল: স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জসহ ৭ অ্যাওয়ার্ড জয়

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: চিকিৎসা নৃবিজ্ঞানে বাংলাদেশি মিথিলার পথচলা

কৃষক বাবার স্বপ্নপূরণে মেডিকেলে পড়ছেন উর্মি

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা