হোম > শিক্ষা > ক্যাম্পাস

মানবিকতা ও নেতৃত্বে ফারহানা

পাঠকবন্ধু ডেস্ক

ফারহানা ইসলাম

নর্থ সাউথ ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থী এবং পাঠকবন্ধুর সদস্য ফারহানা ইসলাম সম্প্রতি জাতিসংঘের ‘মিলেনিয়াম ফেলোশিপ ২০২৪’ এবং ফুল ফান্ডেড ‘অ্যাসপায়ার লিডারশিপ প্রোগ্রাম ২০২৪’-এ মনোনীত হন।

ইউনাইটেড ন্যাশনস একাডেমিক ইমপ্যাক্ট এবং মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্কের যৌথভাবে পরিচালিত মিলেনিয়াম ফেলোশিপ একটি বৈশ্বিক নেতৃত্ব উন্নয়ন প্রোগ্রাম। এই ফেলোশিপ টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে কাজ করে তরুণদের জন্য। এই প্রোগ্রামের অংশ হিসেবে ফারহানা ইসলাম ‘ইমপ্যাক্ট ইনিশিয়েটরস’ নামের একটি প্রকল্পে কাজ করেছেন।

এই প্রকল্পের আওতায় তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ এতিমখানা এবং মাস্তুল ফাউন্ডেশনে কর্মশালা আয়োজন করেন। এসব কর্মশালায় এতিম শিশুদের জন্য কাউন্সেলিং, মানসিক স্বাস্থ্য সহায়তা এবং লাইফ স্কিল প্রশিক্ষণ দেওয়া হয়। ‘ইমপ্যাক্ট ইনিশিয়েটরস’ প্রকল্পে ফারহানা মার্কেটিং এবং জনসংযোগ প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ফারহানার আরেকটি বড় অর্জন হলো হার্ভার্ড ইউনিভার্সিটির ফ্যাকাল্টি দ্বারা পরিচালিত অ্যাসপায়ার লিডারশিপ প্রোগ্রামে অংশগ্রহণ। এই প্রোগ্রামের লক্ষ্য তরুণদের ভবিষ্যতের নেতা হিসেবে গড়ে তোলা।

ডিসেম্বর ২০২৪-এ মিলেনিয়াম ফেলোশিপ সফলভাবে সম্পন্ন করার পর ফারহানা আনুষ্ঠানিকভাবে গ্র্যাজুয়েট হন। এই প্রোগ্রামে অংশগ্রহণ করে তিনি বিভিন্ন সেশন, ওয়েবিনারের অভিজ্ঞতার মধ্য দিয়ে নেতৃত্বের দক্ষতা আরও শাণিত করেছেন।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে লাগাতার অবস্থানের ডাক

ঢাকা বিশ্ববিদ্যালয় খুলবে ২৮ ডিসেম্বর, অনলাইন ক্লাস বন্ধ হবে তার আগেই

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ ডিসেম্বর

সায়মা হলের ১০ বছর পূর্তি উদ্‌যাপন করল আইইউবি

বড় ভূমিকম্পের আশঙ্কা, প্রস্তুত থাকা জরুরি

আবৃত্তির পাঠশালা ‘শব্দকুঞ্জ’

পড়েছেন ফুল-স্কলারশিপে, ব্র্যাকের তাবাসসুম হলেন গোল্ড মেডেলিস্ট

এনএসইউর ডায়ালগ আয়োজন

এমবিবিএসে সর্বোচ্চ নম্বর পাওয়া ১০ জনকে সম্মাননা দিল ইউনিভার্সেল মেডিকেল

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্প্রিং-২০২৬ সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত