হোম > শিক্ষা > ক্যাম্পাস

ব্লকচেইন ম্যানেজমেন্ট নিয়ে বিএসডিআইতে সেমিনার

বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে (বিএসডিআই) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ভারতের টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির সহযোগিতায় ‘ব্লকচেইন এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট: ডিজিটাল যুগে ট্রান্সফর্মিং অপারেশন’ শীর্ষক সেমিনার আয়োজন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করা হয়। 

সেমিনারের লক্ষ্য ছিল সাপ্লাই চেইন ঝুঁকি ব্যবস্থাপনা ও ব্লকচেইনের উদ্ভাবনী সম্ভাবনার মধ্যে জটিল সম্পর্ককে ব্যবচ্ছেদ করা। সেমিনারে বিভিন্ন সেক্টরের বক্তারা ঝুঁকি কমাতে ও অপারেশনাল দক্ষতা অপ্টিমাইজ করার জন্য অন্তর্দৃষ্টি ও কৌশলগুলোর বিষয়ে জানান। 

সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দ্যা কম্পিউটার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কে. আতিক-ই-রব্বানী, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আলমগীর, ভারতের টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির গবেষণা পরিচালক প্রফেসর অভিজিৎ মিত্র, ফিলিপসের সাবেক মহাব্যবস্থাপক ও ভ্যাটেরিয়ান পিএমপি, প্রশিক্ষক ও কোচ প্রফেসর গৌতম সেনগুপ্ত, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির মহাপরিচালক প্রফেসর কিশোর রায় এবং আইসিডিডিআরবির সিনিয়র ম্যানেজার অ্যান্ড হেড অব সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মির্জা মোহাম্মদ মাসুদ রানা। 

সেমিনারে স্বাগত বক্তব্য দেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান। সেমিনারে মূল বক্তব্য, প্যানেল আলোচনা এবং ইন্টারেকটিভ প্রশ্নোত্তর সেশনগুলো অংশগ্রহণকারীদের কর্মযোগ্য অন্তর্দৃষ্টি ও নেটওয়ার্কিংয়ে সুযোগ করে দেয়। 

সেমিনারে শিক্ষাবিদ অধ্যাপক গৌতম সেনগুপ্ত শিল্প বিপ্লবের পটভূমিতে সরবরাহ চেইন ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ তাৎপর্যের ওপর আলোচনা করেন। 

পুরো সেমিনার জুড়ে প্রফেসর সেনগুপ্ত সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের জটিলতা, মূল চ্যালেঞ্জগুলো ব্যাখ্যা করেন এবং ক্রম বর্ধনের জন্য বাস্তবসম্মত সমাধানগুলো প্রস্তাব করেন। ইন্টারেকটিভ অধিবেশনে বিভিন্ন পটভূমির অংশগ্রহণকারীরা একটি জোরালো ধারণা বিনিময়ে নিযুক্ত হিসেবে উৎসাহী আলোচনার সাক্ষী ছিলেন এবং সেমিনারটি সরবরাহ চেইন শ্রেষ্ঠত্বের দিকে একটি কোর্স নির্ধারণের লক্ষ্যে সহযোগিতামূলক পরিবেশ গড়ে তোলে।

খালেদা জিয়ার মৃত্যু: জকসু নির্বাচন পিছিয়ে ৬ জানুয়ারি

খালেদা জিয়ার মৃত্যু: বুধবারের বৃত্তি পরীক্ষা স্থগিত, হবে ৫ জানুয়ারি

খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনের শোক ঘোষণা

‎জকসু নির্বাচন স্থগিত, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

জকসু নির্বাচন: ‎ছাত্রনেতাদের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দিল কমিশন

‎জকসু নির্বাচন: ৬টি মেশিনে ভোট গণনা, ফলাফল দেখা যাবে লাইভে

‎জকসু নির্বাচন: ‎শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রুট প্ল্যান ঘোষণা

জকসু নির্বাচন: কাল ভোট, নিরাপত্তা জোরদার

প্রতিষ্ঠার ১৫ বছর পর বুটেক্সে প্রথম সমাবর্তন

সমুদ্রের বাতাসে স্বাস্থ্যের বার্তা