দেশের অন্যতম শিল্প গ্রুপ ইউনাইটেড গ্রুপের দাতব্য সংস্থা ইউনাইটেড ট্রাস্ট পরিচালিত ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। ২০২২ সালের ১ জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজা জামালপুর জেলার সদর উপজেলায় শরিফপুর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের কোলঘেঁষে প্রায় ১০ একর জমির ওপর সুবিশাল ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি স্থাপনের মূল লক্ষ্য হলো সর্বসাধারণের আয়ত্তের মধ্যে গুণগত ও আধুনিক শিক্ষা নিশ্চিত করা।
আধুনিক পাঠদান প্রক্রিয়া
বর্তমানে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমে জাতীয় পাঠ্যক্রম অনুসারে শিক্ষার্থীদের পাঠদান প্রক্রিয়া চলমান রয়েছে। ক্লাসরুমে ডিজিটাল কনটেন্ট ও মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে একদল দক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষিত শিক্ষকমণ্ডলী শিক্ষার্থীদের পাঠদানের জন্য নিয়োজিত রয়েছেন। ভাষা ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির জন্য মূল একাডেমিক রুটিনের পাশাপাশি ইংলিশ কমিউনিকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু রয়েছে। এ ছাড়া গণিতের ভীতি দূর করার জন্য ম্যাথমেটিক্যাল ডিফিসিয়েন্সি আইডেনটিফিকেশন অ্যান্ড রিমেডিয়াল প্রোগ্রাম (ইমাটেপ) চালু রয়েছে।
স্বাস্থ্যকর পরিবেশে শিক্ষা
ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে রয়েছে আবাসিক ও অনাবাসিক সুবিধা। ফজর নামাজের পর শারীরিক কসরতের মাধ্যমে আবাসিক শিক্ষার্থীদের দিন শুরু হয়। আবাসিক শিক্ষার্থীদের জন্য নিশ্চিত করা হয় স্বাস্থ্যকর ও পুষ্টিমানসম্পন্ন খাবার। ক্লাস শেষে শিক্ষার্থীরা ফিরে আসে হোস্টেলে। দুপুরে খাবার ও বিশ্রাম শেষ করে হোস্টেলের শিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা পড়াশোনা করে। অভিজ্ঞ প্রশিক্ষকদের সহায়তায় ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল ও ভলিবল টিমগুলো বিকেলে নিয়মিত অনুশীলন করে এবং একটি নির্দিষ্ট সময় পর আন্তটুর্নামেন্টের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি ও সঠিক শারীরিক বিকাশের জন্য আইএসএসবির আদলে তৈরি করা হয়েছে অবস্ট্রাগল গ্রাউন্ড, যেখানে শিক্ষার্থীরা নিয়মিত অনুশীলন করার সুযোগ পায়।
প্রাইভেট টিউশন এবং কোচিংকে নিরুৎসাহিত করার জন্য সন্ধ্যাকালীন প্রেপ ক্লাসের ব্যবস্থা রয়েছে। অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর উপস্থিতিতে শিক্ষার্থীরা তাদের সমস্যার সমাধান করে থাকে। আবাসিক শিক্ষার্থীদের যেকোনো কার্যক্রমে অনাবাসিক শিক্ষার্থীরাও যুক্ত হতে পারে। অনাবাসিক শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহনব্যবস্থা রয়েছে। এ ছাড়া আবেদনের পরিপ্রেক্ষিতে অনাবাসিক শিক্ষার্থীরা সন্ধ্যাকালীন প্রেপ ক্লাসে অংশগ্রহণ করতে পারে। সর্বোপরি আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের একাডেমিক সমস্যা সমাধানের জন্য রয়েছে টিউটরিয়াল এবং নন-টিউটরিয়াল ক্লাস।
বাংলাদেশ সরকার প্রবর্তিত নতুন কারিকুলাম বাস্তবায়নে ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে। হাতে-কলমে বিভিন্ন বিষয় শেখানো, তথ্য-উপাত্ত সংগ্রহ ও উপস্থাপন পারদর্শিতার এককসমূহ নির্ধারণ এবং আচরণিক সূচকভিত্তিক মূল্যায়নের প্রয়োজনীয় পরামর্শ প্রদানের মাধ্যমে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের মাধ্যমে ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ইতিমধ্যে পথিকৃৎ হিসেবে পরিগণিত হয়েছে।
সহশিক্ষা কার্যক্রম হিসেবে ডিবেট ক্লাব, রোবোটিকস, গণিত-সায়েন্স অলিম্পিয়াড, সাংস্কৃতিক ক্লাব, স্পোর্টস ক্লাবসহ মোট ১৮টি ক্লাব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের স্বনির্ভর, আত্মবিশ্বাসী ও দৃঢ়প্রত্যয়ী করে গড়ে তোলা হচ্ছে। সহশিক্ষার পাশাপাশি আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের ধর্মীয় এবং নৈতিক শিক্ষার জন্য সমভাবে উদ্দীপ্ত করা হয়। সব ধর্মের শিক্ষার্থীদের নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলতে এবং অনুশীলন করতে উৎসাহ দেওয়া হয়।
প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠান একজন শিক্ষার্থীর মানসিক, নৈতিক ও প্রাতিষ্ঠানিক উৎকর্ষ সাধনে নিরলসভাবে কাজ করে চলেছে। অসাধারণ স্থাপত্যশৈলীর অবকাঠামোর মধ্যে রয়েছে পৃথক প্রশাসনিক ও একাডেমিক ভবন, পৃথক ছাত্রছাত্রী হোস্টেল, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ভবন, ৫০০ আসনবিশিষ্ট অত্যাধুনিক অডিটরিয়াম, ২০০ আসনের শীতাতপ সুবিধাসংবলিত সেমিনার হল, পৃথক ক্রিকেট, ফুটবল, ভলিবল ও ব্যাডমিন্টন মাঠ, ছাত্রীদের জন্য রয়েছে পৃথক খেলার মাঠ, সর্বোপরি ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ সব ধরনের আধুনিক নানা সুযোগ-সুবিধা।