হোম > শিক্ষা > ক্যাম্পাস

নর্থ সাউথের কোনো নিরপরাধ শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হন, অনুরোধ কর্তৃপক্ষের

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হন, সেটি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ। 

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ জানায়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে সন্দেহভাজন বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নানা সংবাদ গণমাধ্যমে পরিলক্ষিত হচ্ছে। এ পরিস্থিতিতে নর্থ সাউথ ইউনিভার্সিটির কোনো নিরপরাধ শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হন, সেটি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুরোধ জানাচ্ছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাশাপাশি বিশ্ববিদ্যালয়টির কোনো শিক্ষার্থী হয়রানির শিকার হলে প্রক্টর অফিসকে অবহিত করার আহ্বান জানানো হলো। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে সম্ভাব্য সব সহযোগিতা দেওয়া হবে। নর্থ সাউথ শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ নিরাপত্তা ও মঙ্গল কামনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জকসু নির্বাচন: ভোট নিয়ে শিক্ষার্থীরা আবার সন্দিহান

জকসু ভোট মঙ্গলবার, ব্যক্তিগত গাড়ি নিয়ে ক্যাম্পাসে প্রবেশে মানা

জকসু নির্বাচন: ‎বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রস্তুত, অপেক্ষা ইসির অনুমোদনের

গাউনে মোড়া সাফল্যে সোনার পদক ৪১ কৃতীর

শক্তিশালী পোর্টফোলিও গড়ে তোলার পরামর্শ দেব

যে ফটক ইতিহাস বলে

উপস্থাপনা, লেখা ও নেতৃত্বে দ্যুতি ছড়াচ্ছেন সজীব

‎জকসু নির্বাচনে প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের ৪ দফা দাবি

খালেদা জিয়ার মৃত্যু: জকসু নির্বাচন পিছিয়ে ৬ জানুয়ারি

খালেদা জিয়ার মৃত্যু: বুধবারের বৃত্তি পরীক্ষা স্থগিত, হবে ৫ জানুয়ারি