হোম > শিক্ষা > ক্যাম্পাস

গ্রিন ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের ১১ বছর পূর্তি

তানিয়া আক্তার

নাচ, গান, আড্ডা, আনন্দে সব সময় পূর্ণ থাকে গ্রিন ইউনিভার্সিটি কালচারাল ক্লাব। ১৯ সেপ্টেম্বর ১১ বছরে পদার্পণ করেছে ক্লাবটি। ‘হৃদয়ের টানে সুর তাল কলতানে, চলো বহুদূর’ স্লোগান সামনে রেখে ১১ বছর পূর্তি উৎসব করেছে ক্লাবটি। 

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. মুহাম্মদ শরিফ উদ্দিন এবং ক্লাবের ডেপুটি মডারেটর সুমাইয়া আফরিনের উপস্থিতিতে ক্লাবের অন্য সদস্যরা কেক কাটেন। এরপর শুরু হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। একের পর এক পরিবেশনায় মুগ্ধ হন সবাই। বাংলা গান ও নাচ শিক্ষার্থীদের উচ্ছ্বসিত করে তোলে। মাঝে একটু বিরতি দিয়ে আবার শুরু হয় অনুষ্ঠান। পরের অন্যতম পরিবেশনার মধ্যে ছিল গান ‘পূর্ণতা’ ও ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’ এবং নাচ ‘ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল’, ‘ধিম তা না ধিম তানা’, ‘নাচিতে নাচিতে কমলা সুন্দরী হেলিয়া দুলিয়া পড়ে রে’। বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন। 

গ্রিন ইউনিভার্সিটিতে নিয়মিত সংস্কৃতিচর্চার কেন্দ্র হয়ে উঠেছে ক্লাবটি। এর সদস্যরা নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন। তাঁদের প্রত্যাশা, দেশীয় সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে অনন্য হয়ে উঠবে এ ক্লাবের প্রত্যেক সদস্য।

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি

‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন জবির মোস্তাফিজ

নবীন শিক্ষার্থীদের বরণ করল ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ

সাদা অ্যাপ্রোন গায়ে জড়ানোর অপেক্ষায়

স্নাতক ও স্নাতকোত্তরে স্বর্ণপদক জিতেছেন তারেক

শীতের আবহে নজরুল বিশ্ববিদ্যালয়

ফ্যাশন ও সংস্কৃতির ছন্দে উদ্দীপ্ত বিইউএফটি ক্যাম্পাস

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ২৬তম সমাবর্তন অনুষ্ঠিত

জকসুতে ২১ পদের ১৬টিতে শিবিরের জয়, কে কত ভোট পেলেন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ১৫ কোটি টাকারও বেশি বিমা দাবি পরিশোধ