হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবির মার্কেটিং বিভাগের গোল্ডেন জুবিলি ও গ্র্যান্ড রিইউনিয়ন উদ্‌যাপন

ঢাবির মার্কেটিং বিভাগের গোল্ডেন জুবিলি ও গ্র্যান্ড রিইউনিয়ন। ছবি: সংগৃহীত

বর্ণাঢ্য আয়োজনে উদ্‌যাপিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং ডিপার্টমেন্টের গোল্ডেন জুবিলি ও গ্র্যান্ড রিইউনিয়ন। গত ১৩ ডিসেম্বর সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল প্লে গ্রাউন্ডে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে ৭ ডিসেম্বর শুরু হয় সপ্তাহব্যাপী এই আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাবি উপাচার্য প্রফেসর নিয়াজ আহমেদ খান। উদ্বোধনী বক্তব্য দেন ঢাবি মার্কেটিং ডিপার্টমেন্টের সাবেক প্রফেসর সৈয়দ আবুল কালাম আজাদ। বিশেষ বক্তা ছিলেন মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর মো. শরীফুল আলম। সম্মানিত অতিথি ছিলেন আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্কেটিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান ও ঢাবি মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক এ বি এম শহিদুল ইসলাম।

এদিন কর্মসূচির মধ্যে ছিল সাংস্কৃতিক আয়োজন, আজীবন সম্মাননা, পুরস্কার বিতরণ ও র‍্যাফেল ড্র। অনুষ্ঠানে মার্কেটিং বিভাগের সকল শিক্ষক, অ্যালামনাই এর সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

১৯৭৪ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ প্রতিষ্ঠিত হয়। মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ঢাবির সহযোগিতায় এই বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়।

‎সুষ্ঠু ভোট নিশ্চিতে জকসু ও হল সংসদ নির্বাচনে বিশেষ নির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা কাল

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রচারণা শেষ হওয়ার আগে জকসু বামপন্থী প্যানেলের ৪০ হাজার লিফলেট চুরি

দেশে অণুজীববিজ্ঞান শিক্ষায় ভূমিকা রয়েছে বিএসএমের

‎জকসু নির্বাচনী প্রচারণায় অংশ নিলেন জামাল ভূঁইয়া

জকসু নির্বাচনে ব্যতিক্রমী প্রচারণায় প্রার্থীরা

‎জবির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ ডিসেম্বর

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. রইছ ও সম্পাদক ড. ইমরানুল