হোম > শিক্ষা > ক্যাম্পাস

বিতর্ক বিস্তারে নটর ডেম ডিবেটিং ক্লাব

জাহিদুল ইসলাম

সাধারণ আলোচনা যেখানে শেষ, বিতর্কের সেখানেই শুরু। প্রথিতযশা জীববিজ্ঞানী ড. ফাদার রিচার্ড উইলিয়াম টিম, সিএসসি ১৯৫৩ সালে নটর ডেম কলেজে নটর ডেম ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠা করেন।

শিক্ষার্থীদের ভালো-মন্দ বিবেচনাবোধ তৈরি করা, সঠিক সিদ্ধান্ত গ্রহণে উৎসাহিত করা, পরমতসহিষ্ণু করে তোলা এবং সুন্দরভাবে কথা বলার যোগ্যতা অর্জন করতে সহায়তা করা ক্লাবটির উদ্দেশ্য ছিল।

প্রতি বুধবার ক্লাবের সব সদস্যকে নিয়ে সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। নতুন সদস্যদের বিতর্কে পারদর্শী করে তুলতে বাংলা ও ইংরেজি বিতর্কের বিভিন্ন পদ্ধতি এবং বাংলা ও ইংরেজি উচ্চারণের ওপর বেশ কয়েকটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এখানে। শিক্ষার্থীদের মৌলিক উৎকর্ষ সাধনের জন্য আন্তক্লাস বিতর্ক প্রতিযোগিতা নিয়মিতভাবে আয়োজন করা হয়। পরীক্ষার মাধ্যমে নির্বাচিত ২৫ জন বিতার্কিককে নিয়ে অনুষ্ঠিত হয় বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা।

নির্বাচিতদের নিয়ে পাঁচটি দল গঠন করা হয়। দলগুলো বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দলের সঙ্গে হোম ও অ্যাওয়েভিত্তিক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। ডিবেটার্স লিগ গঠনের মাধ্যমে নবীন বিতার্কিকেরা অভিজ্ঞ বিতার্কিকদের সংস্পর্শে এসে আরও দক্ষ হয়ে ওঠেন।

ক্লাবের আকর্ষণীয় কার্যক্রম হলো জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। প্রতিবছর সারা দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ দলের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় প্রায় দশ দিনব্যাপী এই জাতীয় বিতর্ক প্রতিযোগিতা।

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি

‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন জবির মোস্তাফিজ

নবীন শিক্ষার্থীদের বরণ করল ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ

সাদা অ্যাপ্রোন গায়ে জড়ানোর অপেক্ষায়

স্নাতক ও স্নাতকোত্তরে স্বর্ণপদক জিতেছেন তারেক

শীতের আবহে নজরুল বিশ্ববিদ্যালয়

ফ্যাশন ও সংস্কৃতির ছন্দে উদ্দীপ্ত বিইউএফটি ক্যাম্পাস

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ২৬তম সমাবর্তন অনুষ্ঠিত

জকসুতে ২১ পদের ১৬টিতে শিবিরের জয়, কে কত ভোট পেলেন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ১৫ কোটি টাকারও বেশি বিমা দাবি পরিশোধ