হোম > শিক্ষা > ক্যাম্পাস

ইস্টার্ন ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত

ইস্টার্ন ইউনিভার্সিটির সামার-২০২৪ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজাকুল হায়দার হলে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। 

দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণাদায়ক বক্তব্যের মাধ্যমে ইস্টার্ন ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ আলী আজ্জম। তিনি ক্লাসে অধ্যয়নের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে সমাজসেবা ও নেতৃত্বদানের গুণাবলি অর্জন, বলিষ্ঠ নৈতিক চরিত্র গঠন এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নিজেদের তৈরি করার জন্য আহ্বান জানান। 

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক মো. শামছুল হুদা। এতে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মাহফুজুর রহমান। 

অনুষ্ঠানে কলা অনুষদের ডিন মোহাম্মদ মনিরুজ্জামান আকন্দ, আইন অনুষদের ডিন এ বি এম ইমদাদুল হক খান ও বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. আব্বাস আলী খান বক্তব্য দেন। এছাড়া নবীন শিক্ষার্থীরা তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠান উপস্থাপনা করেন ইস্টার্ন ইউনিভার্সিটির অ্যাডমিশন বিভাগের পরিচালক নাজলা ফাতমী।

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি

‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন জবির মোস্তাফিজ

নবীন শিক্ষার্থীদের বরণ করল ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ

সাদা অ্যাপ্রোন গায়ে জড়ানোর অপেক্ষায়

স্নাতক ও স্নাতকোত্তরে স্বর্ণপদক জিতেছেন তারেক

শীতের আবহে নজরুল বিশ্ববিদ্যালয়