হোম > শিক্ষা > ক্যাম্পাস

ইস্টার্ন ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত

ইস্টার্ন ইউনিভার্সিটির সামার-২০২৪ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজাকুল হায়দার হলে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। 

দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণাদায়ক বক্তব্যের মাধ্যমে ইস্টার্ন ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ আলী আজ্জম। তিনি ক্লাসে অধ্যয়নের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে সমাজসেবা ও নেতৃত্বদানের গুণাবলি অর্জন, বলিষ্ঠ নৈতিক চরিত্র গঠন এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নিজেদের তৈরি করার জন্য আহ্বান জানান। 

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক মো. শামছুল হুদা। এতে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মাহফুজুর রহমান। 

অনুষ্ঠানে কলা অনুষদের ডিন মোহাম্মদ মনিরুজ্জামান আকন্দ, আইন অনুষদের ডিন এ বি এম ইমদাদুল হক খান ও বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. আব্বাস আলী খান বক্তব্য দেন। এছাড়া নবীন শিক্ষার্থীরা তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠান উপস্থাপনা করেন ইস্টার্ন ইউনিভার্সিটির অ্যাডমিশন বিভাগের পরিচালক নাজলা ফাতমী।

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার

পাঠকবন্ধুর মহান বিজয় দিবস উদ্‌যাপন

উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল: স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জসহ ৭ অ্যাওয়ার্ড জয়

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: চিকিৎসা নৃবিজ্ঞানে বাংলাদেশি মিথিলার পথচলা

কৃষক বাবার স্বপ্নপূরণে মেডিকেলে পড়ছেন উর্মি

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা