হোম > শিক্ষা > ক্যাম্পাস

এইউডব্লিউয়ে সামার স্কুল প্রোগ্রামের সমাপনী উদ্‌যাপন

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) ২০২৪ সালের সামার স্কুল প্রোগ্রামের সফল সমাপনী উদ্‌যাপন করেছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের এইউডব্লিউ ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শেভরন বাংলাদেশের প্রতিনিধিরা, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি উপস্থিত ছিলেন। 

 ২০১৯ সালে চালু হওয়ার পর থেকে শেভরন বাংলাদেশ এইউডব্লিউয়ের সামার স্কুল উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। এই প্রতিষ্ঠানের উন্নয়ন ও সাফল্যকে রূপ দিতে সাহায্য করে আসছে। চলতি বছরের ২৭ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত বাংলাদেশের ৮৯ জন অসামান্য বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সামার স্কুল প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল। চার সপ্তাহের পাঠ্যক্রমে বিখ্যাত স্থানীয় এবং আন্তর্জাতিক শিক্ষকদের একটি গ্রুপের নির্দেশিকাসহ গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, কম্পিউটার কোডিং এবং জনস্বাস্থ্যের একটি পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা প্রদান করে। 

এইউডব্লিউ সামার স্কুলের উদ্দেশ্য হলো ছাত্রদের দক্ষতা ও জ্ঞানের উন্নতি সাধন করা যাতে এসটিইএম বিষয়গুলোতে তাদের ভবিষ্যৎ একাডেমিক কাজের জন্য আরও ভালোভাবে প্রস্তুত করা যায়। এই বছরের প্রোগ্রামে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এখন প্রযুক্তি এবং অনুসন্ধানী বিজ্ঞানের পাশাপাশি পোস্ট-সেকেন্ডারি শিক্ষার পেশাগুলো অনুসরণ করার জন্য জ্ঞান এবং অনিশ্চয়তা পেয়েছে। 

শেভরন বাংলাদেশের প্রতিনিধিরা এইউডব্লিউয়ের সঙ্গে অংশীদারত্বের জন্য উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং এসটিইএম পেশার প্রতি তরুণীদের উৎসাহিত ও পরামর্শ দেওয়ার জন্য প্রোগ্রামের দক্ষতার প্রশংসা করেছেন। 

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইউডব্লিউয়ের ভাইস চ্যান্সেলর রুবানা হক ও এইউডব্লিউয়ের সামার স্কুলের পরিচালক মহিউদ্দিন আহসানলু কবির চৌধুরী। অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন ফাতেমা মেহেজাবিন ও সর্না বিশ্বাস ইতি, সামিয়া জারিন আভা। ছাত্রীদের মধ্যে চারজন মেয়ে ‘ইমার্জিং ইউমেন লিডার ইন এসটিইএম’ পুরস্কার পেয়েছে। তারা হলেন ঢাকার ফাহমিদা কামাল ও তাহিয়া মুহাইরা, সিলেটের চৌধুরী আবিদা জান্নাত ও শাহ জাফরিন সুলতানা। 

এই বছরের সামার স্কুল প্রোগ্রামের সফল সমাপ্তি একাডেমিক উৎকর্ষ বৃদ্ধি এবং এসটিইএম ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার জন্য তরুণ নারীদের ক্ষমতায়নের জন্য এইউডব্লিউয়ের প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে।

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ আন্তর্জাতিক সম্মেলন

জবির ভর্তি পরীক্ষা শুরু শনিবার

এডিসি ন্যাশনাল ড্রামা ফিয়েস্তা ২০২৫-এ সেরা আইইউবি থিয়েটার

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ কনফারেন্স ২০২৫ শুরু