হোম > শিক্ষা > ক্যাম্পাস

চতুর্থ আন্তর্জাতিক রোবো টেক অলিম্পিয়াড ২০২৪ অনুষ্ঠিত

ফিচার ডেস্ক

দেশের ৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৩৪টি দলের অংশগ্রহণে ‘চতুর্থ আন্তর্জাতিক রোবো টেক অলিম্পিয়াড ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। ১৯ অক্টোবর সাভারের বিরুলিয়ার ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও রোবো টেক ভ্যালির উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মোট ৬টি ক্যাটাগরির মধ্যে রোবো সকার, প্রকল্প প্রদর্শনী, লাইন ফলোয়িং রোবট প্রতিযোগিতা, আইডিয়া উপস্থাপন, কুইজ প্রতিযোগিতা ও ড্রোন চ্যালেঞ্জ ছিল অন্যতম। প্রতিযোগিতায় বিজয়ীদের ৩ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিআইইউর একাডেমিক অ্যাফেয়ার্সের ডিন ড. মোস্তফা কামাল বলেন, ‘দেশের তরুণ প্রজন্ম প্রযুক্তিগত দিকে ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে, যা জাতিগতভাবে অগ্রগতি নিয়ে আসবে। এ জন্য শিক্ষা কার্যক্রমে অবশ্যই তাঁদের মননশীলতা ও প্রযুক্তিগত বিষয়টি চিন্তা করতে হবে।

আয়োজনে গবেষক ও পরিবেশবান্ধব সোনালি ব্যাগের আবিষ্কারক ড. মোবারক হোসেন খান, ওয়াটারএইড বাংলাদেশের ইউনিভার্সাল এক্সেস প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বাবুল মিয়া, আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চাপ্টারের চেয়ার অধ্যাপক ড. আহসান হাবিব তারেক, ডিআইইউর সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির ডিন ড. সৈয়দ আকতার হোসেন, সিএসই বিভাগের প্রধান ড. শেখ রাশেদ হায়দার নুরি, সিএসই বিভাগের অ্যাসোসিয়েট হেড এবং অধ্যাপক ড. এস এম আমিনুল হক এবং শিক্ষক, শিক্ষার্থীসহ রোবো টেকভ্যালির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিআইইউতে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে পাঠকবন্ধুর শীতবস্ত্র বিতরণ

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি

‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন জবির মোস্তাফিজ

নবীন শিক্ষার্থীদের বরণ করল ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ

সাদা অ্যাপ্রোন গায়ে জড়ানোর অপেক্ষায়

স্নাতক ও স্নাতকোত্তরে স্বর্ণপদক জিতেছেন তারেক