বিশ্ববিদ্যালয়ের নাম নিয়ে বিভ্রান্তিতে পড়ার নজির ইসলামী বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের আছে কি না, আমার জানা নেই। দেশের অন্যতম এ বিদ্যাপীঠের এ ধরনের নামবিভ্রাট কখনো কাম্য এবং প্রত্যাশিত নয়। চাকরির আবেদনসহ অন্যান্য কাজে শিক্ষার্থীদের এ নিয়ে পড়তে হয় ভোগান্তিতে। সংবাদপত্র থেকে বিভাগ, অফিসের ব্যানার—সবখানেই নাম নিয়ে বিভ্রান্তি, সংশয়।
এ বিশ্ববিদ্যালয়ের নাম কোথাও লেখা আছে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া; ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া-ঝিনাইদহ। কোথাও আবার বাংলাদেশ ইসলামি, বিশ্ববিদ্যালয়; কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়সহ অনেক কিছু। অথচ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে স্পষ্ট করে লেখা আছে ‘ইসলামী বিশ্ববিদ্যালয়’। বিশ্ববিদ্যালয় অ্যাক্টেও এভাবে নাম লেখা রয়েছে।
তাহলে কেন দেশের স্বনামধন্য এ বিদ্যাপীঠের নামের এ অবস্থা? যে যেভাবে পারছে সেভাবেই চালিয়ে দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের নাম। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় অনেককে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। শিক্ষার্থীরা বহুদিন ধরে বিশ্ববিদ্যালয়ের নামবিভ্রাট দূর করে সব জায়গায় একই নাম ব্যবহারের দাবি জানিয়ে আসছেন। কিন্তু বিষয়টি আজও সুরাহা হয়নি কিংবা আলোর মুখ দেখেনি।
কর্তৃপক্ষের কাছে আবেদন, বিশ্ববিদ্যালয়ের নামবিভ্রাট দূরীকরণে দ্রুত ব্যবস্থা নিন।
মারুফ হোসেন, শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়