হোম > শিক্ষা > ক্যাম্পাস

সাত কলেজের সঙ্গে থাকতে তিতুমীর কলেজের একাংশের স্মারকলিপি

শিক্ষা ডেস্ক

অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খানের হাতে স্মারকলিপি তুলে দিচ্ছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সম্প্রতি সাত কলেজের অধিভুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে। এসব কলেজ নিয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ চলছে, যা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি পরিচালনা করছে। এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে থাকার দাবি জানিয়ে ইউজিসিতে স্মারকলিপি দিয়েছে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের একাংশ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান তাদের স্মারকলিপি গ্রহণ করেন।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেছেন, ২০১৭ সাল থেকে সরকারি তিতুমীর কলেজসহ অন্য ৬টি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়, তবে দীর্ঘ আট বছরেও এর কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়িত হয়নি। ফলে শিক্ষার্থীদের দাবির মুখে ঢাবি অধিভুক্তি বাতিলের ঘোষণা দেয়। পরবর্তী সময়ে সাত কলেজের শিক্ষার্থীরা এসব কলেজ নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ এখন চলমান রয়েছে।

তবে তিতুমীর কলেজের কিছু শিক্ষার্থী ‘তিতুমীর ঐক্য’ ব্যানারে পৃথক একটি বিশ্ববিদ্যালয়ের দাবি তুলেছেন, যা অধিকাংশ শিক্ষার্থীর সমর্থন পায়নি। স্মারকলিপিদাতা শিক্ষার্থীরা দাবি করেন, তাঁরা এই আন্দোলনের সঙ্গে নেই এবং বিরোধিতা করলেও তা প্রকাশ্যে বলতে পারছেন না। কারণ, ভিন্নমত প্রকাশ করলেই ভয়ভীতি দেখানো হচ্ছে।

এদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটি সাত কলেজের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ চালিয়ে যাচ্ছে। তবে তিতুমীর কলেজের কিছু শিক্ষার্থী পৃথক বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করছেন। সর্বশেষ ৩ ফেব্রুয়ারি তাঁরা মহাখালীর রেলগেট অবরোধ করেন। পরে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান এসে একক বিশ্ববিদ্যালয় বাদে অন্য দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেন।

স্মারকলিপিদাতারা অভিযোগ করেন, আন্দোলনকারীরা সরকারের সিদ্ধান্তকে বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তি সৃষ্টি করছেন এবং জুনিয়র শিক্ষার্থীদের ভুল তথ্য দিচ্ছেন। তাঁরা সাত কলেজের সমন্বিত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে থাকতে চান এবং যদি তিতুমীর কলেজ এই উদ্যোগের বাইরে রাখা হয়, তাহলে তাদের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্তির ব্যবস্থা করতে হবে।

এ বিষয়ে ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান বলেন, ‘তিতুমীর কলেজের শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা সাত কলেজের সমন্বিত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে থাকতে চান এবং একক সুবিধার বিরোধিতা করেন। বিশ্ববিদ্যালয় ইস্যুতে তিতুমীর কলেজে দুটি পক্ষ তৈরি হয়েছে। আমরা চাই, এ নিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে। ইউজিসি শিক্ষার্থীদের দাবির বিষয়ে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে।’

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি

‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন জবির মোস্তাফিজ

নবীন শিক্ষার্থীদের বরণ করল ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ

সাদা অ্যাপ্রোন গায়ে জড়ানোর অপেক্ষায়

স্নাতক ও স্নাতকোত্তরে স্বর্ণপদক জিতেছেন তারেক

শীতের আবহে নজরুল বিশ্ববিদ্যালয়