হোম > শিক্ষা > ক্যাম্পাস

পরীক্ষার্থীদের জন্য প্রস্তুত রাবি

রিপন চন্দ্র রায়, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর টেলিভিশন কক্ষ কিংবা মসজিদের মেঝেতে বিছানো হয়েছে চাদর ও কাঁথা। তার ওপর ছোট্ট কাগজের টুকরায় লেখা কয়েকটি কথা। কেউবা প্লাস্টিকের দড়ি দিয়ে ঘিরে রেখেছেন নির্দিষ্ট জায়গা। অন্যদিকে হলের কক্ষগুলো পরিষ্কারের ধুম পড়ে গেছে। কাজ চলছে কক্ষের ভেতরের চেয়ার-টেবিল বাইরে বের করে জায়গা প্রশস্তকরণের। ৫ মার্চ থেকে শুরু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। পরীক্ষা দিতে আসা হাজার হাজার পরীক্ষার্থীর আবাসনের জন্য এভাবেই প্রস্তুত হচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

প্রতিবারের মতো এবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ১ লাখ ৮৫ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। তাঁদের থাকার জন্য আবাসিক হোটেল কিংবা আশপাশের মেসে সিট খুঁজছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুধু আবাসনের ব্যবস্থা নয়, স্বল্প মূল্যে যাতায়াতের সুব্যবস্থাও করছেন তাঁরা। ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে ক্যাম্পাসভিত্তিক বিভিন্ন সংগঠন ও বিভিন্ন জেলা সমিতির হেল্প ডেস্ক। ক্যাম্পাসের দেয়ালগুলোতে সাঁটানো হয়েছে পোস্টার। যাঁদের এখনো থাকার ব্যবস্থা হয়নি কিংবা ক্যাম্পাসে পরিচিত কেউ নেই, তাঁরা এসব পোস্টারে দেওয়া মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করলেই হয়ে যাবে আবাসনের ব্যবস্থা।

শুধু হল নয়, আশপাশের মেসে অবস্থানরত শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষায় আসা পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য মেসের ছাদ ও অন্যান্য ফাঁকা জায়গা দখল করে রাখছেন।

জকসু নির্বাচন: ‎ছাত্রনেতাদের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দিল কমিশন

‎জকসু নির্বাচন: ৬টি মেশিনে ভোট গণনা, ফলাফল দেখা যাবে লাইভে

‎জকসু নির্বাচন: ‎শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রুট প্ল্যান ঘোষণা

জকসু নির্বাচন: কাল ভোট, নিরাপত্তা জোরদার

প্রতিষ্ঠার ১৫ বছর পর বুটেক্সে প্রথম সমাবর্তন

সমুদ্রের বাতাসে স্বাস্থ্যের বার্তা

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট

নতুন বছরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা

জ্ঞান, নৈতিকতা এবং উৎকর্ষের ধারায় তিন দশকের গৌরবময় অগ্রযাত্রা

জকসুর প্রচারণা শেষ: সুষ্ঠু ও শঙ্কামুক্ত নির্বাচনের আশায় প্রার্থী ও শিক্ষার্থীরা