হোম > শিক্ষা > ক্যাম্পাস

হাবিপ্রবিতে বর্ষপূর্তি উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক

সময় চলে যায়, কিন্তু কিছু মুহূর্ত মনে রয়ে যায় চিরকাল। ২ মে বিকেলে এমনই এক স্মরণীয় মুহূর্ত তৈরি হয় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পাঠকবন্ধুর সদস্যদের জন্য। শহীদ মিনার প্রাঙ্গণে কেক কাটা আর ভালোবাসার উষ্ণতায় উদ্‌যাপন করা হয় পাঠকবন্ধুর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।

এক বছর আগে কিছু স্বপ্ন আর বইপ্রীতির টানে যাত্রা শুরু করেছিল পাঠকবন্ধু। আজ সেই ছোট্ট উদ্যোগ ছুঁয়ে গেছে অনেক তরুণমনে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান যেন হয়ে উঠেছিল আনন্দ, আবেগ আর বন্ধুত্বের এক মিলনমেলা।

শাখার সভাপতি আসিফুর রহমান বলেন, ‘স্মৃতিতে ভরপুর এক বিকেল—যেখানে মিশেছে গল্প, আবেগ আর ভালোবাসার ঝলক। এই যাত্রায় পাশে থাকার জন্য সবার প্রতি রইল অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা। এই গল্প এখানেই থেমে যাবে না—চলবে নতুন বই, নতুন ভাবনা, নতুন বন্ধুর সঙ্গে আগামীর পথে।’

এই আয়োজন ছিল শুধু কেক কাটার নয়; বরং পুরো এক বছরের পথচলাকে একসঙ্গে ফিরে দেখার সুযোগ। কেউ শোনালেন প্রথম বই পড়া নিয়ে অভিজ্ঞতা, কেউ বললেন বন্ধুত্বের গল্প। শহীদ মিনার চত্বর যেন হয়ে উঠেছিল পাঠকবন্ধুর এক জীবন্ত অধ্যায়; যেখানে লেখা হচ্ছে বই আর মানুষের মেলবন্ধনের নতুন গল্প।

এই এক বছরে পাঠকবন্ধু হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা শুধু বই পড়া নয়, তরুণদের মধ্যে ভাবনা জাগানো, আলোচনার পরিবেশ তৈরি এবং ইতিবাচক চিন্তার চর্চায় উৎসাহিত করেছে।

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার

পাঠকবন্ধুর মহান বিজয় দিবস উদ্‌যাপন

উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল: স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জসহ ৭ অ্যাওয়ার্ড জয়

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: চিকিৎসা নৃবিজ্ঞানে বাংলাদেশি মিথিলার পথচলা

কৃষক বাবার স্বপ্নপূরণে মেডিকেলে পড়ছেন উর্মি

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা