হোম > শিক্ষা > ক্যাম্পাস

হাবিপ্রবিতে বর্ষপূর্তি উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক

সময় চলে যায়, কিন্তু কিছু মুহূর্ত মনে রয়ে যায় চিরকাল। ২ মে বিকেলে এমনই এক স্মরণীয় মুহূর্ত তৈরি হয় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পাঠকবন্ধুর সদস্যদের জন্য। শহীদ মিনার প্রাঙ্গণে কেক কাটা আর ভালোবাসার উষ্ণতায় উদ্‌যাপন করা হয় পাঠকবন্ধুর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।

এক বছর আগে কিছু স্বপ্ন আর বইপ্রীতির টানে যাত্রা শুরু করেছিল পাঠকবন্ধু। আজ সেই ছোট্ট উদ্যোগ ছুঁয়ে গেছে অনেক তরুণমনে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান যেন হয়ে উঠেছিল আনন্দ, আবেগ আর বন্ধুত্বের এক মিলনমেলা।

শাখার সভাপতি আসিফুর রহমান বলেন, ‘স্মৃতিতে ভরপুর এক বিকেল—যেখানে মিশেছে গল্প, আবেগ আর ভালোবাসার ঝলক। এই যাত্রায় পাশে থাকার জন্য সবার প্রতি রইল অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা। এই গল্প এখানেই থেমে যাবে না—চলবে নতুন বই, নতুন ভাবনা, নতুন বন্ধুর সঙ্গে আগামীর পথে।’

এই আয়োজন ছিল শুধু কেক কাটার নয়; বরং পুরো এক বছরের পথচলাকে একসঙ্গে ফিরে দেখার সুযোগ। কেউ শোনালেন প্রথম বই পড়া নিয়ে অভিজ্ঞতা, কেউ বললেন বন্ধুত্বের গল্প। শহীদ মিনার চত্বর যেন হয়ে উঠেছিল পাঠকবন্ধুর এক জীবন্ত অধ্যায়; যেখানে লেখা হচ্ছে বই আর মানুষের মেলবন্ধনের নতুন গল্প।

এই এক বছরে পাঠকবন্ধু হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা শুধু বই পড়া নয়, তরুণদের মধ্যে ভাবনা জাগানো, আলোচনার পরিবেশ তৈরি এবং ইতিবাচক চিন্তার চর্চায় উৎসাহিত করেছে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে লাগাতার অবস্থানের ডাক

ঢাকা বিশ্ববিদ্যালয় খুলবে ২৮ ডিসেম্বর, অনলাইন ক্লাস বন্ধ হবে তার আগেই

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ ডিসেম্বর

সায়মা হলের ১০ বছর পূর্তি উদ্‌যাপন করল আইইউবি

বড় ভূমিকম্পের আশঙ্কা, প্রস্তুত থাকা জরুরি

আবৃত্তির পাঠশালা ‘শব্দকুঞ্জ’

পড়েছেন ফুল-স্কলারশিপে, ব্র্যাকের তাবাসসুম হলেন গোল্ড মেডেলিস্ট

এনএসইউর ডায়ালগ আয়োজন

এমবিবিএসে সর্বোচ্চ নম্বর পাওয়া ১০ জনকে সম্মাননা দিল ইউনিভার্সেল মেডিকেল

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্প্রিং-২০২৬ সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত