হোম > শিক্ষা > ক্যাম্পাস

এনএসইউতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা

যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও বিজয় দিবস উদ্‌যাপনের জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটি গতকাল মঙ্গলবার এক আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক, কথাসাহিত্যিক, গবেষক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আফসান চৌধুরী। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। 

আলোচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনএসইউর কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান, বিভিন্ন স্কুলের ডিনরা, পরিচালকেরা, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক এবং শিক্ষার্থীরা। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে অধ্যাপক আবদুর রব খান বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছরে বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়ি থেকে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। অবকাঠামো, দারিদ্র্যবিমোচন, মাথাপিছু আয়, সামাজিক উন্নয়ন প্রতিটি ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে।’ 

প্রধান অতিথির বক্তব্যে আফসান চৌধুরী বলেন, ‘ইতিহাসের বিভিন্ন বাস্তবতা রয়েছে। কোনো বিপ্লবেই সমাজের কোনো সুনির্দিষ্ট শ্রেণি অংশ নেয় না। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আমাদের স্বাধীনতা এসেছে। প্রাতিষ্ঠানিকতা, অপ্রাতিষ্ঠানিকতা ও উপপ্রাতিষ্ঠানিকতা—এই তিন বাস্তবতা মিলেই বাংলাদেশ হয়েছে।’ 

সভাপতির ভাষণে এনএসইউর উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে। কিছু প্রত্যাশা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল। সেই প্রত্যাশা পূরণে দেশের তরুণ প্রজন্মকে জাগ্রত হতে হবে।’ 

অনুষ্ঠানের অংশ হিসেবে এনএসইউর পক্ষ থেকে একটি দল সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। পাশাপাশি ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও আলোকসজ্জার ব্যবস্থা করা হয়।

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি

‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন জবির মোস্তাফিজ

নবীন শিক্ষার্থীদের বরণ করল ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ

সাদা অ্যাপ্রোন গায়ে জড়ানোর অপেক্ষায়

স্নাতক ও স্নাতকোত্তরে স্বর্ণপদক জিতেছেন তারেক

শীতের আবহে নজরুল বিশ্ববিদ্যালয়