নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয় একাত্তর হলে ভিপি পদে সাদিক কায়েম ও জিএস পদে ফরহাদ বিপুল ভোটে এগিয়ে রয়েছেন।
ভিপি পদে সাদিক কায়েম ৯৯১, আবিদুল ইসলাম ২৭৮, কাদের ৯৫, উমামা ১০৪, শামীম ১৯১ ভোট পেয়েছেন।
জিএস পদে ফরহাদ ৭৭৯, হামিম ৪৪২, আরাফাত ১৯৪, বসু ১৪৫ ভোট পেয়েছেন।
এজিএস পদে মহিউদ্দিন খান ৮২৮, মায়েদ ৩৩৪, তাহিমিদ ১৮০ ভোট পেয়েছেন।