হোম > শিক্ষা > ক্যাম্পাস

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ৭ম সমাবর্তন ২০২৫ সম্পন্ন, স্বর্ণপদক পেলেন ১৯ শিক্ষার্থী

শিক্ষা ডেস্ক

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ৭ম সমাবর্তন। ছবি: সংগৃহীত

দেশের অন্যতম বেসরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) সপ্তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি ও আচার্যের প্রতিনিধি, শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ড. আমিনুল ইসলাম গ্র্যাজুয়েটদের ডিগ্রি প্রদান করেন।

সমাবর্তনে ১৯ জন কৃতী শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন করেন। এর মধ্যে ইংরেজি বিভাগের রাকিবুল ইসলাম আচার্য গোল্ড মেডেল, বিবিএ প্রোগ্রামের কাজী শাহরুখ ওমী ফাউন্ডার গোল্ড মেডেল এবং মুহাম্মদ আরিফুজ্জামান উপাচার্য গোল্ড মেডেল লাভ করেন।

সমাবর্তন বক্তা ছিলেন ব্রিটিশ শিক্ষাবিদ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফেলো এবং বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফ্রান্সিস টি. ডেভিস। তিনি এইউবি গ্র্যাজুয়েটদের সারা বিশ্বে নিজেদের যোগ্যতা প্রমাণের আহ্বান জানান।

তুরস্কের আঙ্কারা ইলদ্রিম বেইজিদ ইউনিভার্সিটির অধ্যাপক ইয়াসিন আকটে শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন। এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক স্মৃতিচারণা করে বলেন, ২৯ বছর আগে দক্ষ, যোগ্য ও নৈতিক শিক্ষার্থী গড়ে তোলার লক্ষ্যে এইউবি প্রতিষ্ঠিত হয়। বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মুহাম্মাদ জাফার সাদেক জানান, শিক্ষার্থীদের শুধু পড়াশোনায় নয়, খেলাধুলা ও কো-কারিকুলার কার্যক্রমেও গুরুত্ব দেওয়া হয়।

গেস্ট অব অনার ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ড. মাহমুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক দৈনিক আমার দেশ। তিনি বলেন, আজকে প্রাপ্ত ডিগ্রি দেশ ও জাতি গঠনের কাজে লাগাতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে ইউজিসির সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন এশিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার কথা বলেন।

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ৭ম সমাবর্তন। ছবি: সংগৃহীত

উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. শাহজাহান খান তাঁর বক্তব্যে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করেন এবং এইউবি গ্র্যাজুয়েটদের সেই আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

সমাবর্তনে উপস্থিত ছিলেন এইউবি সিন্ডিকেট সদস্য এস এম ইয়াছিন আলী, ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুল ইসলামসহ বোর্ড অব ট্রাস্টিজ ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, কর্মকর্তা ও গ্র্যাজুয়েটরা।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে লাগাতার অবস্থানের ডাক

ঢাকা বিশ্ববিদ্যালয় খুলবে ২৮ ডিসেম্বর, অনলাইন ক্লাস বন্ধ হবে তার আগেই

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ ডিসেম্বর

সায়মা হলের ১০ বছর পূর্তি উদ্‌যাপন করল আইইউবি

বড় ভূমিকম্পের আশঙ্কা, প্রস্তুত থাকা জরুরি

আবৃত্তির পাঠশালা ‘শব্দকুঞ্জ’

পড়েছেন ফুল-স্কলারশিপে, ব্র্যাকের তাবাসসুম হলেন গোল্ড মেডেলিস্ট

এনএসইউর ডায়ালগ আয়োজন

এমবিবিএসে সর্বোচ্চ নম্বর পাওয়া ১০ জনকে সম্মাননা দিল ইউনিভার্সেল মেডিকেল

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্প্রিং-২০২৬ সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত