হোম > শিক্ষা > ক্যাম্পাস

বাংলাদেশের ক্রিকেট নিয়ে ঢাবিতে বিতর্ক প্রতিযোগিতা

ক্যাম্পাস ডেস্ক

বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ কে? এ নিয়ে ভক্ত ও নেটিজেনদের মধ্যে বিতর্ক প্রায় লেগেই থাকে। এবার সেই বহুল জিজ্ঞাসিত বিষয় নিয়ে ক্রিকেট বিশ্বকাপ-২০২৩ এবং এশিয়া কাপ সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে অনুষ্ঠিত হলো বিশেষ ক্রিকেট বিতর্ক।

‘বাংলাদেশ ক্রিকেটে আমিই সবচেয়ে গুরুত্বপূর্ণ’ শীর্ষক বিতর্কে সভাপতি ছিলেন দেশের প্রথিতযশা ক্রীড়া সাংবাদিক ও প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র। বুধবার সন্ধ্যায় তর্কজালের পরিকল্পনায় এবং মৈত্রী ডিবেটিং ক্লাবের আয়োজনে ক্রিকেট বিতর্কে অংশ নেন দেশসেরা বিতার্কিকেরা।

এতে ‘নাজমুল হাসান পাপন’ চরিত্রে টিআইবির সহসমন্বয়ক ও জাহাঙ্গীরনগর ডিবেটিং অর্গানাইজেশনের সাবেক সহসভাপতি জাফর সাদিক, ‘মিনহাজুল আবেদীন নান্নু’ চরিত্রে এফ রহমান ডিবেটিং ক্লাবের মুবিন মজুমদার, ‘তামিম ইকবাল’ চরিত্রে এফআরডিসির সভাপতি রায়হান উদ্দীন, ‘সাকিব আল হাসান’ চরিত্রে ঢাবির আইন বিতর্ক সংঘের সাধারণ সম্পাদক মিশমি ও ‘চন্ডিকা হাথুরুসিংহে’ চরিত্রে বিতর্ক করেন সূর্য সেন বিতর্ক ধারার সুলতানুল আরেফিন বায়েজিদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৈত্রী ডিবেটিং ক্লাবের মডারেটর ড. রিফাত আরা বেগম, ক্লাবটির সাবেক সভাপতি সাদেকা লিঠা, বর্তমান সভাপতি খাদিজা-তুল-কুবরা, ইসরাত জাহান লুবনা, জিএস তানিয়া আক্তার, বঙ্গমাতা হল ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট ইসরাত জাহান ইতি, বঙ্গবন্ধু হল ডিবেটিং ক্লাবের জিএস হাসান তারেক খান, শহীদুল্লাহ্ হল ডিবেটিং ক্লাবের জিএস মোমিনুল ইসলাম বিধান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পার্সিয়ান ডিবেটিং ক্লাবের আহ্বায়ক নঈম রেজা।

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার

পাঠকবন্ধুর মহান বিজয় দিবস উদ্‌যাপন

উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল: স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জসহ ৭ অ্যাওয়ার্ড জয়

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: চিকিৎসা নৃবিজ্ঞানে বাংলাদেশি মিথিলার পথচলা

কৃষক বাবার স্বপ্নপূরণে মেডিকেলে পড়ছেন উর্মি

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা