হোম > শিক্ষা > ক্যাম্পাস

সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ডিইউডিএসের নিন্দা ও উদ্বেগ প্রকাশ

শিক্ষা ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।

গত ১৫ জুলাই (সোমবার) সংগঠনটির সভাপতি অর্পিতা গোলদার এবং সাধারণ সম্পাদক আদনান মুস্তারি স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়। পাশাপাশি অবিলম্বে ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য যথাযথ ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থীদের নিজ ক্যাম্পাসে শারীরিক আক্রমণ ও সহিংসতার সম্মুখীন হওয়ার ঘটনায় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিয়ে বিতার্কিক সমাজ গভীরভাবে উদ্বিগ্ন। একইভাবে নারী শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলা ও শারীরিক নিপীড়নের ঘটনা আমাদের মূল্যবোধের বিরোধী। শিক্ষার্থীদের ওপর নজিরবিহীন এ নিপীড়ন ও নির্যাতন একটি দেশের শীর্ষ বিদ্যাপীঠের সংস্কৃতি হতে পারে না।

এতে আরও উল্লেখ করা হয়, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি সর্বদা মুক্তবুদ্ধি চর্চা, মতপ্রকাশের অধিকার ও অবাধ বাক্‌স্বাধীনতায় বিশ্বাসী ও সব ধরনের সহিংসতার বিরুদ্ধে সোচ্চার। চলমান সহিংসতায় ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সদস্যসহ অসংখ্য শিক্ষার্থী হামলার শিকার হওয়ার ঘটনায় ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি তীব্র নিন্দা জ্ঞাপন করছে এবং অবিলম্বে ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা ও নিরাপত্তা নিশ্চিতের জন্য যথাযথ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে।

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার

পাঠকবন্ধুর মহান বিজয় দিবস উদ্‌যাপন

উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল: স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জসহ ৭ অ্যাওয়ার্ড জয়

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: চিকিৎসা নৃবিজ্ঞানে বাংলাদেশি মিথিলার পথচলা

কৃষক বাবার স্বপ্নপূরণে মেডিকেলে পড়ছেন উর্মি

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা