হোম > শিক্ষা > ক্যাম্পাস

টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং: দেশের দ্বিতীয় সেরা গ্রিন ইউনিভার্সিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

বেসরকারি গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ ‘টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে’ দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় জায়গা করে নিয়েছে। এই র‍্যাঙ্কিংয়ে তারা দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। বিশ্বব্যাপী ১৩০টি দেশের ২ হাজার ৫২৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গ্রিন ইউনিভার্সিটির অবস্থান ৬০৪-৮০০ ক্যাটাগরিতে।

আজ বুধবার গ্রিন ইউনিভার্সিটি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) র‍্যাঙ্কিংয়ে দেশের মধ্যে সামগ্রিকভাবে দ্বিতীয় স্থান অর্জনের পাশাপাশি এসডিজি-৭ (সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানি) ক্যাটাগরিতে গ্রিন ইউনিভার্সিটি বিশ্বব্যাপী ১ হাজার ১৮১টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৮৬তম অবস্থানে রয়েছে। এ ছাড়া ২০২৫ সালের ‘এসডিজি অ্যানুয়াল রিপোর্ট–ভলিউম-১’-এর জন্য এই প্রতিষ্ঠান পূর্ণ ১০০ শতাংশ স্কোর অর্জন করেছে।

আজ বুধবার সকালে টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইটে এই র‍্যাঙ্কিং প্রকাশিত হয়। জাতিসংঘ ঘোষিত এসডিজি অর্জনে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, কার্যক্রম, উদ্ভাবন ও সফলতার ভিত্তিতে প্রতিবছর এই আন্তর্জাতিক র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়। এবার মোট ১৭টি ক্যাটাগরির ওপর ভিত্তি করে র‍্যাঙ্কিংটি তৈরি করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ক্যাটাগরিগুলো হলো—দারিদ্র্য নির্মূল; ক্ষুধামুক্তি; সুস্বাস্থ্য ও কল্যাণ; মানসম্মত শিক্ষা; জেন্ডার সমতা; নিরাপদ জল ও পয়োনিষ্কাশন; সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানি; শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি; শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো; অসমতা হ্রাস; টেকসই নগর ও জনপদ ইত্যাদি।

এবারের তালিকায় বিশ্বজুড়ে এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়। এর পরেই আছে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনিভার্সিটি।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে এমন মর্যাদাপূর্ণ অবস্থান অর্জনের জন্য গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানানোর পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২৫-এ দেশের দ্বিতীয় সেরা অবস্থান অর্জন গ্রিন ইউনিভার্সিটি পরিবারের জন্য একটি গৌরবের মুহূর্ত। এই স্বীকৃতি আমাদের টেকসই উন্নয়ন, গুণগত শিক্ষা ও সামাজিক দায়িত্ব পালনের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। সব শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও প্রশাসনের সহযোগিতায় ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রেখে গ্রিন বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে–সেই প্রত্যাশা ব্যক্ত করছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা কাল

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রচারণা শেষ হওয়ার আগে জকসু বামপন্থী প্যানেলের ৪০ হাজার লিফলেট চুরি

দেশে অণুজীববিজ্ঞান শিক্ষায় ভূমিকা রয়েছে বিএসএমের

‎জকসু নির্বাচনী প্রচারণায় অংশ নিলেন জামাল ভূঁইয়া

জকসু নির্বাচনে ব্যতিক্রমী প্রচারণায় প্রার্থীরা

‎জবির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ ডিসেম্বর

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. রইছ ও সম্পাদক ড. ইমরানুল

জকসু নির্বাচন: ইশতেহারে অগ্রাধিকার দ্বিতীয় ক্যাম্পাস