হোম > শিক্ষা > ক্যাম্পাস

এআইইউবির আয়োজনে গবেষণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

এআইইউবির আয়োজনে গবেষণা বিষয়ক কর্মশালায় অংশ নেওয়া অতিথিরা। ছবি: সংগৃহীত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) আয়োজনে একটি গবেষণা বিষয়ক কর্মশালা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। ‘প্রযুক্তিগত প্রণোদনার মাধ্যমে সামাজিক উদ্ভাবন: সৌর সেচের প্রসারে একটি কার্যকর আচরণগত কৌশল নির্ধারণ’ শীর্ষক সমন্বিত গবেষণা প্রকল্পটি বর্তমানে বাংলাদেশে বাস্তবায়িত হচ্ছে।

এই উদ্যোগ এশিয়ান ডিজাস্টার প্রিপার্ডনেস সেন্টার (এডিপিসি), থাইল্যান্ডের মাধ্যমে বিশ্বব্যাংকের সহযোগিতায় যুক্তরাজ্যের ডারহাম ইউনিভার্সিটির নেতৃত্বে পরিচালিত হচ্ছে। সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়। এই প্রকল্পের অংশ হিসেবে এআইইউবি গবেষণার ফলাফল উপস্থাপন এবং কর্মশালা আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিপিসি অনুবিভাগ) মো. মাহমুদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন এআইইউবির উপাচার্য প্রফেসর সাইফুল ইসলাম। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, এই ওয়ার্কশপটির আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। পাশাপাশি সহযোগিতার জন্য ডারহাম ইউনিভার্সিটি এবং এডিপিসি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুক্তরাজ্যের ডারহাম ইউনিভার্সিটির প্রফেসর মাইকেল নায়েফ, অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটির অধ্যাপক মো. রেজাউল করিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক মো. ফরিদ উদ্দিন খান এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম। গবেষণা ফলাফল উপস্থাপনা এবং উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন ডারহাম ইউনিভার্সিটির প্রফেসর হাবিব রহমান, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) গবেষণা পরিচালক মাহফুজ কবির এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিন্নাতুল ইসলাম।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইইউবির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন এবং ট্রাস্টি বোর্ডের সদস্য কারমেন জেড লামাগনা। তাঁরা অংশগ্রহণকারী গবেষকদের হাতে ক্রেস্ট দেন। অনুষ্ঠানের সমাপ্তিতে ধন্যবাদ জ্ঞাপন করেন এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. আবদুর রহমান। এই কর্মশালায় যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড এবং বাংলাদেশের গবেষক, বিশেষজ্ঞ, শিক্ষক এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি

‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন জবির মোস্তাফিজ

নবীন শিক্ষার্থীদের বরণ করল ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ

সাদা অ্যাপ্রোন গায়ে জড়ানোর অপেক্ষায়

স্নাতক ও স্নাতকোত্তরে স্বর্ণপদক জিতেছেন তারেক

শীতের আবহে নজরুল বিশ্ববিদ্যালয়