হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবির দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের ত্রাণ বিতরণ

ফিচার ডেস্ক

ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার প্রত্যন্ত গ্রামে ত্রাণ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউট। ২ সেপ্টেম্বর ইনস্টিটিউটটির শিক্ষার্থীরা ২২০টির বেশি পরিবারের মধ্যে চাল, ডাল, আটা, তেল, আলু, পেঁয়াজ, লবণ, হলুদ ও মরিচের গুঁড়া, বিস্কুট এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন। একই সঙ্গে বিতরণ করা হয় শিশুখাদ্য ও শিশুদের জন্য জার্সি।

ত্রাণ বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও পরিকল্পিত উপায়ে সম্পন্ন করতে ১ সেপ্টেম্বর ফেনীতে পৌঁছায় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের একটি দল। দলটি সরেজমিন পরিদর্শন শেষে পরশুরাম নাগরিক ফোরামের সহায়তায় মুনশির হাট, আহমেদনগর, মণিপুর, চর এলাহীসহ আরও কয়েকটি গ্রামের ২২০টির বেশি পরিবারকে তালিকাভুক্ত করে ত্রাণ দেওয়ার জন্য। সে অনুযায়ী ইনস্টিটিউটটির শিক্ষার্থীরা ফেনীতে পৌঁছে দুটি দলে বিভক্ত হয়ে এই কার্যক্রম সম্পন্ন করেন। এই ইনস্টিটিউটের নবম ব্যাচের শিক্ষার্থী সাদমান মাহমুদ বলেন, ‘দেশের যেকোনো দুর্যোগে সব সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চাই। এখানকার অবস্থা দেখে আমরা বন্যার প্রকৃত ভয়াবহ চিত্র বুঝতে পেরেছি।’ ত্রাণ বিতরণ শেষে পুনর্বাসন সহায়তার জন্য ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন শিক্ষার্থীরা।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে লাগাতার অবস্থানের ডাক

ঢাকা বিশ্ববিদ্যালয় খুলবে ২৮ ডিসেম্বর, অনলাইন ক্লাস বন্ধ হবে তার আগেই

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ ডিসেম্বর

সায়মা হলের ১০ বছর পূর্তি উদ্‌যাপন করল আইইউবি

বড় ভূমিকম্পের আশঙ্কা, প্রস্তুত থাকা জরুরি

আবৃত্তির পাঠশালা ‘শব্দকুঞ্জ’

পড়েছেন ফুল-স্কলারশিপে, ব্র্যাকের তাবাসসুম হলেন গোল্ড মেডেলিস্ট

এনএসইউর ডায়ালগ আয়োজন

এমবিবিএসে সর্বোচ্চ নম্বর পাওয়া ১০ জনকে সম্মাননা দিল ইউনিভার্সেল মেডিকেল

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্প্রিং-২০২৬ সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত