হোম > শিক্ষা > ক্যাম্পাস

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জ্বালানি বিষয়ক সেমিনার

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শনিবার (২৫ মে) অধ্যাপক ড. সৈয়দ মিজানুর রহমানের বাংলাদেশ স্টাডিজ: আর্থসামাজিক প্রেক্ষাপট কোর্সের অ্যাসাইনমেন্টের অংশ হিসেবে ‘ভবিষ্যৎকে শক্তিশালী করাঃ টেকসই সমাধানের সঙ্গে শক্তি সংকট মোকাবিলা করা’-শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। 

সেমিনারে জ্বালানি খাতের টেকসই সমাধান এবং জ্বালানি সংকট এবং জ্বালানি-সম্পর্কিত টেকসই উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বপূর্ণ আলোচনার ওপর দৃষ্টি নিবদ্ধ করা হয়। সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে ২৫টি বিশ্ববিদ্যালয় থেকে ১৫০ জনসহ চার শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে। 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এম. শামসুল আলম। সেমিনারে সভাপতিত্ব করেন ব্যবসা ও উদ্যোক্তাবৃত্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাসুম ইকবাল। সেমিনারে আরও বক্তব্য রাখেন কোর্স টিচার প্রফেসর ড. সৈয়দ মিজানুর রহমান ও টিচিং অ্যাসিস্ট্যান্ট মো. তাহমিদ চৌধুরী। 

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এম. শামসুল আলম বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেশীয় উৎসকে গুরুত্ব দিতে হবে, নবায়নযোগ্য উৎস বা দেশীয় উৎস ব্যবহারকে উৎসাহিত করতে হবে। ভবিষ্যতে জ্বালানি সংকট মোকাবিলায় অধিক পরিমানে সোলার প্ল্যান্ট নির্মাণের ওপর জোর দিতে হবে এবং প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের রুফটপ ব্যবহার করে পর্যাপ্ত পরিমান বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব বলে তিনি অভিমত ব্যক্ত করেন। তিনি ফাইন্যান্সিয়াল অডিটের পাশাপাশি এনার্জি অডিটের মাধ্যমে বিদ্যুতের অপচয়, দুর্নীতি রোধের মাধ্যমে ভোক্তাদের সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহের আহ্বান জানান।

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার

পাঠকবন্ধুর মহান বিজয় দিবস উদ্‌যাপন

উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল: স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জসহ ৭ অ্যাওয়ার্ড জয়

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: চিকিৎসা নৃবিজ্ঞানে বাংলাদেশি মিথিলার পথচলা

কৃষক বাবার স্বপ্নপূরণে মেডিকেলে পড়ছেন উর্মি

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা