হোম > শিক্ষা > ক্যাম্পাস

উত্তরা ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো বৈশাখী পার্বণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঐতিহ্যবাহী সাজসজ্জায় আনন্দঘন পরিবেশে মেতে ওঠে পুরো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। ছবি: আজকের পত্রিকা

উত্তরা ইউনিভার্সিটিতে আনন্দমুখর পরিবেশে ও বর্ণিল সাজে ‘বৈশাখী পার্বণ ১৪৩২’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী এ উৎসবে ছিল নানা সাংস্কৃতিক পরিবেশনা, বাঙালি খাবার, বৈচিত্র্যময় স্টল, বাংলার লোকজ ও সাজসজ্জার উপকরণ। এতে ফুটে ওঠে বাঙালির সংস্কৃতির রং ও সৌন্দর্য। রঙিন ও ঐতিহ্যবাহী সাজসজ্জায়, আনন্দঘন পরিবেশে মেতে ওঠে পুরো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।

বিশ্ববিদ্যালয়ের অফিস অব স্টুডেন্টস অ্যাফেয়ার্সের উদ্যোগে অ্যানেক্স ভবনের সামনে খেলার মাঠে এই উৎসবে বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপউপাচার্য প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী।

উপাচার্য ড. ইয়াসমীন আরা বলেন, বৈশাখের এই আয়োজন কেবল একটি অনুষ্ঠান নয় বরং এটা আমাদের শেকড়কে ছুঁয়ে দেখার মূল উপলক্ষ। যেখানে জড়িত থাকে বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি।

বাঙালি জীবনধারার নানা দিক তুলে ধরতেই এবারের আয়োজনে ছিল নাগরদোলা ও বায়োস্কোপ। গ্রামীণ পরিবেশে সাজানো হয় প্রবেশপথ। রং-তুলির আঁচড়ে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ রঙিন হয়ে ওঠে। শিক্ষার্থীরা বাহারি ধরনের স্টলে ঐতিহ্যবাহী পণ্যের প্রদর্শনী করেন। এসব স্টলে শোভা পায় বৈশাখী মিষ্টি-মণ্ডা, বাতাসা, মুড়ি, চিড়া ও মোয়া ইত্যাদি।

উৎসবের প্রথম পর্বে ফ্ল্যাশ মব অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় পর্বে উপস্থিত সবাই শিক্ষার্থীদের প্রাণবন্ত নৃত্য, গান, আবৃত্তি ও অভিনয় উপভোগ করেন। দিবসটির অন্যতম আকর্ষণ ছিল গায়ক আকাশ গায়েনের ব্যান্ড সংগীত।

অনুষ্ঠানের আয়োজকেরা জানান, এই উৎসব শুধু আনন্দের উদ্দেশ্যে নয় বরং একতা, সৃজনশীলতা ও সংস্কৃতির মিলনমেলা।

নববর্ষের অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালকেরা, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, শিক্ষক ও শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী, সাংবাদিক ও বিভিন্ন স্টুডেন্ট ক্লাবের সদস্যরা ছিলেন।

অনুষ্ঠানের স্পনসর হিসেবে এক্সিম ব্যাংক ও কো-স্পনসর হিসেবে ছিল হক কনসালটেন্সি।

সমুদ্রের বাতাসে স্বাস্থ্যের বার্তা

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট

নতুন বছরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা

জ্ঞান, নৈতিকতা এবং উৎকর্ষের ধারায় তিন দশকের গৌরবময় অগ্রযাত্রা

জকসুর প্রচারণা শেষ: সুষ্ঠু ও শঙ্কামুক্ত নির্বাচনের আশায় প্রার্থী ও শিক্ষার্থীরা

‎সুষ্ঠু ভোট নিশ্চিতে জকসু ও হল সংসদ নির্বাচনে বিশেষ নির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা কাল

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রচারণা শেষ হওয়ার আগে জকসু বামপন্থী প্যানেলের ৪০ হাজার লিফলেট চুরি

দেশে অণুজীববিজ্ঞান শিক্ষায় ভূমিকা রয়েছে বিএসএমের