হোম > শিক্ষা > ক্যাম্পাস

বিইউপিতে আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে অতিথিরা। ছবি: বিইউপি

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) আয়োজিত হয়েছে আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। গত ৩১ মে বিজয় অডিটরিয়ামে সিটি ব্যাংকের আয়োজনে এই বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এর আগে ২৩ মে ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের তত্ত্বাবধানে বিইউপি ডিবেট ক্লাবের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতাটি শুরু হয়। প্রতিযোগিতাটি দুটি ধাপে অনুষ্ঠিত হয়—ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট (ইংরেজি) এবং ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট (বাংলা)।

এ বিতর্ক প্রতিযোগিতায় দেশের ৩০টি বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ৩২টি করে মোট ৬৪টি দলের ১২৮ জন বিতার্কিক প্রতিযোগিতায় অংশ নেন।

বাংলা বিভাগে চূড়ান্ত পর্বে টিম বিইউপি-বি চ্যাম্পিয়ন এবং টিম বিইউপি-১ রানারআপ হয়। এ ছাড়া ইংরেজি বিভাগে চূড়ান্ত পর্বে টিম বিইউপি-১ চ্যাম্পিয়ন এবং টিম বিইউপি-বি রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিইউপির উপ-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা ছিলেন।

‎সুষ্ঠু ভোট নিশ্চিতে জকসু ও হল সংসদ নির্বাচনে বিশেষ নির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা কাল

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রচারণা শেষ হওয়ার আগে জকসু বামপন্থী প্যানেলের ৪০ হাজার লিফলেট চুরি

দেশে অণুজীববিজ্ঞান শিক্ষায় ভূমিকা রয়েছে বিএসএমের

‎জকসু নির্বাচনী প্রচারণায় অংশ নিলেন জামাল ভূঁইয়া

জকসু নির্বাচনে ব্যতিক্রমী প্রচারণায় প্রার্থীরা

‎জবির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ ডিসেম্বর

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. রইছ ও সম্পাদক ড. ইমরানুল