হোম > শিক্ষা > ক্যাম্পাস

খুলনা বিশ্ববিদ্যালয়

বিশ্বদরবারে প্রতিনিধিত্ব করার সুযোগ

রুবায়েত হোসেন, খুবি

ছবি: সংগৃহীত

পুরোনো জিনস প্যান্ট থেকে তৈরি টোট ব্যাগ—এটি শুধু পরিবেশরক্ষায় নয়, বরং উপকূলীয় নারীদের কর্মসংস্থানের নতুন দিক খুলে দেবে। এমনই এক উদ্যোগ নিয়ে স্টুডেন্ট সোসাইটি ফর ক্লাইমেট চেঞ্জ অ্যাওয়ারনেস আয়োজিত ‘ক্লাইমেট ট্যাংক এক্সিলারেটর’ প্রতিযোগিতার বাংলাদেশ পর্বে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দল ‘টিম বিডি-১৫’। এই দলটি আগামী ফেব্রুয়ারি মাসে আমেরিকায় ফেলোশিপ প্রোগ্রামে অংশ নিতে যাচ্ছেন।

দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৮টি দলের মধ্যে প্রতিযোগিতার নানা ধাপ অতিক্রম করে বাংলাদেশ পর্বে ‘টিম বিডি-১৫’ চ্যাম্পিয়ন হয়। তাদের অনন্য উদ্যোগ ‘জিনস টু টোটস’; যা পুরোনো জিনস প্যান্ট থেকে পরিবেশবান্ধব টোট ব্যাগ তৈরির মাধ্যমে পলিথিনের বিকল্প সরবরাহ করে এবং উপকূলীয় নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে। দলটির সদস্যরা হলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের স্নাতকোত্তর শিক্ষার্থী ইমন কাজী; একই ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান তমাল; সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শিউলি চাকমা এবং পরিসংখ্যান ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জি এম রাকিব।

শুধু ব্যাগ তৈরি নয়; তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কেটিং শুরু করেছেন এবং ভবিষ্যতে ই-কমার্স প্ল্যাটফর্মে পণ্য বাজারজাত হবে বলে ঠিক করেছেন। দলনেতা ইমন কাজী বলেন, ‘খুবই আনন্দিত যে বিশ্বদরবারে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। আমরা উপকূলীয় অঞ্চলের ভোগান্তির কথা বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করব।’

জকসুর ৮ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই ‎

জকসু নির্বাচন: ৬ কেন্দ্রে ভিপি-জিএস-এজিএস পদে এগিয়ে শিবির

জকসু নির্বাচন: পাল্টাপাল্টি অভিযোগের পর ভোট গণনায় জট

জকসু নির্বাচন: ওএমআর মেশিনে ত্রুটি, ভোট গণনা স্থগিত

জকসু নির্বাচনে ভোট পড়েছে ৬৫ শতাংশ

জকসুর ভোট গ্রহণ সম্পন্ন, প্রথমবারের মতো ভোট দিতে পেরে খুশি শিক্ষার্থীরা

জকসু নির্বাচনে নারী ভোটারদের উচ্ছ্বাস

জকসু নির্বাচন: ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ শিক্ষকদের সংগঠন ইউটিএলের ‎

ছাত্রদলের বিরুদ্ধে পেশিশক্তি প্রদর্শনের অভিযোগ ছাত্রশক্তি-সমর্থিত প্যানেলের

জবিতে শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তার পর পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা