হোম > শিক্ষা > ক্যাম্পাস

স্টেট ইউনিভার্সিটিতে পাবলিক স্পিকিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

স্টেট ইউনিভার্সিটিতে পাবলিক স্পিকিং ওয়ার্কশপ অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে ‘দ্য আর্ট অব পাবলিক স্পিকিং’ শিরোনামে একটি বিশেষ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পাবলিক স্পিকিং ক্লাবের আয়োজনে গত সোমবার সকালে ক্যাম্পাসের কনফারেন্স রুমে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নওজিয়া ইয়াসমিন। তিনি উদ্বোধনী বক্তব্যে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের কর্মশালার গুরুত্ব তুলে ধরেন।

ওয়ার্কশপের মূল বক্তা ছিলেন জনপ্রিয় লেখক, প্রশিক্ষক ও ভিডিও কনটেন্ট নির্মাতা সাদমান সাদিক এবং ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো. আব্দুল কাইয়ুম। তাঁরা ব্যক্তিগত ও পেশাগত জীবনে আত্মবিশ্বাস বৃদ্ধিতে পাবলিক স্পিকিংয়ের প্রয়োজনীয়তা ও এর কৌশল নিয়ে আলোচনা করেন। সেশনের শেষ অংশে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তারা।

ওয়ার্কশপটিতে আরও উপস্থিত ছিলেন স্কুল অব বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন মো. সামসুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা।

ওয়ার্কশপে বিভিন্ন বিভাগের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং কর্মশালা শেষে তাঁদের সার্টিফিকেট দেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক এবং এসইউবি পাবলিক স্পিকিং ক্লাবের আহ্বায়ক মো. বায়েজীদ খান।

ডিআইইউতে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে পাঠকবন্ধুর শীতবস্ত্র বিতরণ

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি

‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন জবির মোস্তাফিজ

নবীন শিক্ষার্থীদের বরণ করল ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ

সাদা অ্যাপ্রোন গায়ে জড়ানোর অপেক্ষায়

স্নাতক ও স্নাতকোত্তরে স্বর্ণপদক জিতেছেন তারেক